ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৬:০৫, ৫ অক্টোবর ২০১৮

উবাচ

আমাকে চায়! স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন এলে সকল রাজনৈতিক দল মনে করে ক্ষমতায় জনগণ কেবল তাদেরই দেখতে চান। ছোট ছোট দলের নেতারাও অফিসে বসে লাল চায়ের কাপে ঝড় তুলে বলতে থাকেন ৩০০ এর মধ্যে মিনিমাম ১৫০ আসন পাবেন তারা। নির্বাচনের আগে হুসেইন মুহম্মদ এরশাদ যদি বলেন আমাকেই তো চাইছে মানুষ তাহলে খুব বেশি অবাক হওয়ার কি আছে? তবে নির্বাচন সামনে রেখে এরশাদ নিজে নিজে অনেক দিন থেকেই দাবি করে আসছেন তাকেই এবার মানুষ চাইছে। লাঙ্গল নিয়ে তিনি ক্ষমতায় বসে পড়বেন। ‘লাঙলে’ ভোট দিতে দেশের মানুষ অপেক্ষা করছে। ময়ূর সিংহাসন স্টাফ রিপোর্টার ॥ ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার ময়ূর সিংহাসন অনেক দূরে। বিএনপি ক্ষমতায় গেলে সব কিছুর জবাবদিহি নেয়া হবেÑ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ক্ষমতায় গেলে পরে কী হবে? আগে ক্ষমতায় যান। এত সহজ নয়। ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনার উন্নয়ন অর্জনের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় আপনাদের চলার পথে যে কালোছায়া পড়েছে, তাতে বিএনপি সঙ্কটে পড়েছে। বিএনপি এখন হুমকি-ধমকি দিয়ে নিজেদের ব্যর্থতাকে ঢাকতে চাইছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, অচলের হুমকি দেবেন না। এই দেশের মালিক আল্লাহপাক, এরপর জনগণ। জনগণ যতদিন ক্ষমতায় রাখবে, আমরা ততদিন ক্ষমতায় থাকব। কিন্তু জনগণ না চাইলে আমরা একদিনও ক্ষমতায় থাকব না। বিএনপিরই লাভ? স্টাফ রিপোর্টার ॥ চলমান জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, নানামুখী আদর্শের জাতীয় ঐক্য প্রক্রিয়ার ফসল শেষ পর্যন্ত বিএনপির ঘরেই যাবে। ফলে জনগণের কোন লাভ এতে হবে না। আর সিপিবি জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হয়ে জনগণের সংগ্রামের ফসল বিএনপির ঘরে তুলতে দেবে না। জাতীয় ঐক্য প্রক্রিয়াসংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মহানগর নাট্যমঞ্চে যারা উপস্থিত ছিলেন তার ভেতরে এমন লোকও ছিলেন যিনি হেফাজতের ঢাকা সিটির জেনারেল সেক্রেটারি। তারা এ টু জেড ভাল-মন্দ নির্বিশেষে সবাইকে একত্র করে সেই ফসল বিএনপির ঘরে তুলে দিতে চান, প্রকারান্তরে এটাই হবে ফল। তারা কেবল অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য দাবি উত্থাপন করেননি, তারা বিএনপির সঙ্গে মেরুকরণ প্রক্রিয়াকে অগ্রসর করতে চান!
×