ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদা জিয়ার চিকিৎসা শুরুর নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৬:০৪, ৫ অক্টোবর ২০১৮

বঙ্গবন্ধু মেডিক্যালে খালেদা জিয়ার চিকিৎসা শুরুর নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতির মামলায় দ-প্রাপ্ত কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে অতিসত্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউতে) ভর্তি করে চিকিৎসা শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে স্বাচিব ও ড্যাব সদস্য নন খালেদা জিয়ার পছন্দসই এমন তিনজন চিকিৎসককে নিয়ে নতুন মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশও দেন আদালত। আদেশের পর এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশের কপি পাওয়ামাত্রই কারাগার ও হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদ-প্রাপ্ত খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপীলের শুনানি রবিবার পর্যন্ত মূলতবি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। খালেদা জিয়াকে অতিসত্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে স্বাচিব ও ড্যাব সদস্য নন খালেদা জিয়ার পছন্দসই এমন তিনজন চিকিৎসককে নিয়ে নতুন মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশও দেন আদালত। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র এ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ৯ সেপ্টেম্বর বিশেষায়িত মেডিকেলে চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই রিটে কারা কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়। এর আগে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টির মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ এম এ জলিল, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ হারিসুল হক, অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ডাঃ আবু জাফর বিরু, চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তারিক রেজা আলী ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ বদরুন্নেসার সমন্বয়ে খালেদা জিয়ার জন্য এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী অধ্যাপক ডাঃ এম এ জলিল ও অধ্যাপক ডাঃ বদরুন্নেসা ছাড়া বাকি তিন চিকিৎসকের বদলে খালেদা জিয়ার পছন্দের তিনজন চিকিৎসককে নিয়ে নতুন মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর কারাগারে বিশেষ আদালতে খালেদা জিয়ার বিচার নিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বকশীবাজার এলাকার সরকারী আলিয়া মাদ্রাসা ও সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত এলাকাটি জনাকীর্ণ থাকে। সে জন্য নিরাপত্তাজনিত কারণে বিশেষ জজ আদালত-৫ নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে আদালত হিসেবে ঘোষণা করা হয়। এ বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- ও আর্থিক জরিমানা করা হয়। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছরের কারাদ- এবং প্রত্যেকের দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করে রায় ঘোষণা করে আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। জিয়া অরফানেজ দুর্নীতি মামলার আপীল শুনানি রবিবার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদ-প্রাপ্ত খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপীলের শুনানি আগামী রবিবার পর্যন্ত মূলতবি করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন প্রমুখ। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন এ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর আগে মোট ১৫ দিন খালেদা জিয়ার আপীলের ওপর হাইকোর্টে শুনানি হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপীলসহ মোট চারটি আবেদনের ওপর শুনানি হবে। খালেদা জিয়ার আপীল ছাড়াও এ মামলায় শুনানির অপেক্ষায় থাকা আরও তিনটি আবেদন হলো খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে করা দুদকের আবেদন (রিভিশন), একই মামলার ১০ বছরের কারাদ-প্রাপ্ত দুই আসামি কাজী সলিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের করা পৃথক দুটি আপীল।
×