ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজ ভুটানকে হারিয়ে ফাইনালে খেলতে চায় বাংলার বাঘিনীরা

প্রকাশিত: ০৬:০৩, ৫ অক্টোবর ২০১৮

আজ ভুটানকে হারিয়ে ফাইনালে খেলতে চায় বাংলার বাঘিনীরা

স্পোর্টস রিপোর্টার ॥ গত আগস্টে যে ভেন্যুতে খেলতে গিয়ে অল্পের জন্য শিরোপা জেতা হয়নি যে দলের, এবার সেই একই ভেন্যুতে সেই একই দেশের একটু সিনিয়র দলের সামনে হাতছানি দিচ্ছে শিরোপা জেতার সুযোগ। তবে তার আগে তাদের পেরোতে হবে সেমিফাইনালের গ-ি। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় সাফ অ-১৮ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলার বাঘিনীরা। এর আগে একই ভেন্যুতে (চাংলিমিথাং স্টেডিয়ামে) বিকেল সাড়ে ৩টায় প্রথম সেমিতে ভারত মোকাবেলা করবে নেপালকে। গত আগস্টে এই মাঠেই সাফ অ-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিতে ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিল বাংলার বাঘিনীরা। এবার একই ঘটনার পুনরাবৃত্তি করার সুযোগ এসেছে অ-১৮ দলেরও। পারবে কি তারা? এমন প্রশ্নের জবাবে নিশ্চয়ই প্রবল আপত্তি জানাতেই পারেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। নিশ্চয়ই বলবেন, ‘পারবে মানে? প্রশ্ন করা উচিত কত গোলে ভুটানকে হারাবে বাংলাদেশ?’ হ্যাঁ, গত বছর চারেক ধরে বাংলাদেশের মেয়েরা নিজেদের এমনই এক উচ্চতায় নিয়ে গেছে যে, তাদের নিয়ে এখন শিরোপার স্বপ্ন লালন করে দেশের কোটি ফুটবলানুরাগী। বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় এ পর্যন্ত তাদের ঝুলিতে জমা পড়েছে পাঁচটি শিরোপা (অ-১৪, ১৫ ও ১৬ দল)। এবার অ-১৮ দলের পালা। তাদের চ্যাম্পিয়ন হওয়ার মতো করেই গড়ে তুলেছেন বাংলাদেশের মহিলা ফুটবলের কিংবদন্তি কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি এবং তার অধিনায়িকা-মিডফিল্ডার মিশরাত জাহান স্বপ্না অভিন্ন কণ্ঠে জনকণ্ঠকে ফোনালাপে জানিয়েছেন, তাদের দল প্রতিপক্ষ-স্বাগতিক ভুটানকে সমীহ করলেও খেলবে জয়ের লক্ষ্যেই। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ১৭-০ গোলে পাকিস্তানকে এবং ২-১ গোলে হারায় নেপালকে। পক্ষান্তরে ভুটান ১৩-০ গোলে মালদ্বীপকে হারালেও ভারতের কাছে হেরে যায় ০-৪ গোলে। পাকিস্তানকে হারানো ম্যাচে একসঙ্গে দুটি রেকর্ড গড়ে লাল-সবুজ বাহিনী। যে কোন লেভেলের ফুটবলে এটিই বাংলাদেশ মহিলা দলের সবচেয়ে বেশি গোলে জয়ের নজির। ওই ম্যাচে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না করে ডাবল হ্যাটট্রিকসহ ৭ গোল, যা যে কোন লেভেলের ফুটবলে কোন বাংলাদেশী মহিলা ফুটবলারের এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড। নেপালের বিরুদ্ধে ম্যাচে স্বপ্নাকে মেরে আহত করে নেপালী ডিফেন্ডাররা (ওই ম্যাচেও ১ গোল করে স্বপ্না)। ডান হাঁটুতে প্রচ- চোট পায় সে। এখন ভুটানের বিরুদ্ধে সেমির ম্যাচে স্বপ্নার খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়-অনিশ্চয়তার। জানা গেছে স্বপ্নার হাঁটুর ইনজুরির অবস্থা আগের চেয়ে ভাল। তবে সেমির ম্যাচে খেলতে পারবে কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। সেমির ম্যাচে দলে কিছু পরিবর্তন আসবে বলে আভাস দিয়েছেন ছোটন। শুরু থেকেই মারিয়া মান্দা আর মনিকা চাকমাকে খেলানোর পরিকল্পনা আছে বলে জানান তিনি। আরও যোগ করেন, ‘দলের সব খেলোয়াড় সুস্থ এবং ফিট আছে। মানসিকভাবেও তারা চাঙ্গা আছে। বৃহস্পতিবার তারা বেশ ভালমতোই অনুশীলন করেছে। সেমির ম্যাচে জিততে তারা আত্মবিশ্বাসী।’ এখন দেখার বিষয়, ভুটানকে আজ কত গোলে হারিয়ে কাক্সিক্ষত ফাইনালে নাম লেখায় বাংলার বাঘিনীরা।
×