ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেপসিকোর শেয়ার দরে পতন

প্রকাশিত: ০৫:০০, ৫ অক্টোবর ২০১৮

পেপসিকোর শেয়ার দরে পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পূর্ণ বছরের মুনাফা পূর্বাভাস কমানোর পর মঙ্গলবার বিশ্বখ্যাত হালকা খাবার ও কোমলপানীয় প্রস্তুতকারক কোম্পানি পেপসিকোর শেয়ার দরে পতন দেখা গেছে। কোম্পানি পরিচালনার শেষ সময়ে কোম্পানিটির মূল পানীয় ব্যবসায় প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে সক্ষম হন বিদায়ী সিইও ইন্দ্রা নুয়ি। কিন্তু তা বিনিয়োগকারীদের সন্তুষ্ট করতে পারেনি। ফলে নিউইয়র্কে পেপসিকোর শেয়ার দর ২ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে ১০৭ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে, যা দুই মাসের মধ্যে সবচেয়ে বড় পতন। সোমবার (১ অক্টোবর) পর্যন্ত চলতি বছর কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে একই সময় চিরপ্রতিদ্বন্দ্বী কোকা-কোলার শেয়ার দর দশমিক ৮ শতাংশ বাড়তে দেখা গেছে। এক বিবৃতিতে উচ্চ পরিবহন ও অ্যালুমিনিয়াম ব্যয়ের কথা জানিয়েছে পেপসিকো। ফলে হালকা খাবার ও কোমলপানীয়র দাম বাড়তে পারে বলে জানিয়েছে কোম্পানিটি। ওয়েলস ফার্গো সিকিউরিটিজের বিশ্লেষক বনি হারজগ বলেন, আমরা ভোগ্যপণ্যের ক্রমবর্ধমাণ দাম বাড়ায় উদ্বিগ্ন। এছাড়া উচ্চ ব্যয় ও মুদ্রা মানে চাপের কথাও উল্লেখ করেন তিনি। এদিকে দীর্ঘ ১২ বছর ধরে বিশ্বখ্যাত কোমলপানীয় কোম্পানিটিকে নেতৃত্ব দেয়ার পর বুধবার দায়িত্ব ছেড়েছেন ইন্দ্রা নুয়ি (৬২)। ভারতে জন্মগ্রহণকারী নুয়ির উত্তরসূরি হচ্ছেন পেপসিকোর প্রেসিডেন্ট রামোন লাগুয়ার্তা। নুয়ির নেতৃত্বে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধিতে ফিরেছে পেপসিকোর উত্তর আমেরিকার কোমলপানীয় ব্যবসা। ফলে আয় প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কোম্পানিটি।
×