ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

প্রকাশিত: ০৫:০০, ৫ অক্টোবর ২০১৮

হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতীয় ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে পাথর আমদানি কার্যক্রম। আগের মতো হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত পাথর সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে পাথর আমদানি শুরু হয়। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে হিলি স্থলবন্দর দিয়ে গত ১০ দিন সব ধরনের পাথর আমদানি বন্ধ ছিল। ভারতীয় ব্যবসায়ীদের সেই দ্বন্দ্ব নিরসন হওয়ায় তারা পুনরায় পাথর রফতানি শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে পুনরায় পাথর আসছে। দীর্ঘ ১০ দিন পরে বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হওয়ায় বন্দরের কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। দেশের বিভিন্ন স্থানে চলমান নানা উন্নয়নমূলক কর্মকা-ে এসব পাথর সরবরাহ শুরু হয়েছে।
×