ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১৭, ৪ অক্টোবর ২০১৮

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বিএসসি (অনার্স), এমএসসি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, দেলুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ মহাবিশ্ব প্রশ্ন: দূরের বস্তুকে স্পস্টভাবে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর : অণুবীক্ষণ যন্ত্র। প্রশ্ন: মহাবিশ্ব কি? উত্তর : পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সীসমূহ, তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ এবং শূণ্যস্থান (মহাকাশ), এবং তাত্ত্বিক ভাবে নির্ধারিত যদিও তারা সরাসরি পর্যবেক্ষিত নয়; এমন সব কিছু মিলে যে জগৎ তাকেই বলা হয় মহাবিশ্ব। প্রশ্ন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর : ৩,৮৪,৪০০ কি.মি.। প্রশ্ন: আলো প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? উত্তর : ৩,০০,০০০ কি.মি.। প্রশ্ন: চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সেকেন্ড সময় লাগে? উত্তর: ১.৩ সেকেন্ড প্রশ্ন: জ্যোতির্বিজ্ঞান কি? উত্তর: মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়। প্রশ্ন: পৃথিবী থেকে সর্যের দূরত্ব কত? উত্তর: প্রায় ১৫,০০,০০,০০০ কি.মি.। প্রশ্ন: সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত মিনিট সময় লাগে? উত্তর : প্রায় ৮ মিনিট। প্রশ্ন : পৃথিবী সৌরজগতের কি? উত্তর :একটি গ্রহ। প্রশ্ন : কক্ষপথ কাকে বলে? উত্তর : যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আর্বতন করে তাকে কক্ষপথ বলে। প্রশ্ন : বার্ষিক গতি কাকে বলে? উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। প্রশ্ন : সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? উত্তর: ৩৬৫ দিন ৬ ঘন্টা। প্রশ্ন : আহ্নিক গতি কাকে বলে? উত্তর : সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। প্রশ্ন : অক্ষ কি? উত্তর : অক্ষ হলো কোন বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। প্রশ্ন : নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কতো সময় লাগে? উত্তর : ২৩ ঘন্টা ৫৬ মিনিট। প্রশ্ন : দিন রাত কিভাবে হয়? উত্তর : পৃথিবীর আহ্নিক গতির কারনে দিন ও রাত হয়।পৃথিবী তার মেরুরেখার ওপর পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে। এভাবে একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা বা একদিন সময় লাগে। পৃথিবীর এ গতির নাম আহ্নিক গতি। এ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সে অংশে তখন দিন এবং অপর অংশে রাত হয়। প্রশ্ন : চাঁদের দশা বলতে কি বুঝায়? উত্তর : চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। প্রশ্ন : পৃথিবীর একমাত্র উপগ্রহ কি? উত্তর : চাঁদ। প্রশ্ন : উপগ্রহ কি? উত্তর উপগ্রহ হলো সেই বস্তু যা কোন গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়। প্রশ্ন : পূর্ণিমার চাঁদ ও অমাবস্যার চাঁদ বলতে কি বুঝায়? উত্তর : চাঁদের নিজস্ব কোন আলো নেই। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময়ই আলোকিত। পৃথিবীকে আবর্তনের সময় যখন আমরা চাঁদের সম্পূর্ণ অংশ আলোকিত দেখতে পাই তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি। আর যখন আমরা চাঁদের আলোকিত অংশ একদমই দেখতে পাই না তখন একে অমাবস্যার চাঁদ বলি
×