ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সম্প্রতি শোবিজ অঙ্গনের আলোচিত সব বিষয় নিয়ে লিখেছেন- রিফাত কান্তি সেন

আলোচিত খবর

প্রকাশিত: ০৭:১২, ৪ অক্টোবর ২০১৮

আলোচিত খবর

প্রকাশ্যে চড় মারলেন দেব! রেগে গিয়ে এক যুবককে প্রকাশ্যেই চড় মেরে বসলেন কলকাতার সুপারস্টার দেব। সে ভিডিও খুব তাড়াতাড়িই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় সাদা জামার এক যুবক, মুখটা তার স্পষ্ট নয়। কথা বলছেন দেবের সঙ্গে। অথচ দেব প্রচণ্ড রেগে গিয়ে তেড়ে আসছেন সে যুবকের দিকে। এতটাই তিনি ক্ষেপেছেন যে যুবককে শেষ পর্যন্ত চড়ই মেরে বসলেন। পাশে থাকা বেশ কিছু লোক দেবকে তখন টেনে সরাতে পারছেন না। এমনকি পেছনে নায়িকা পূজাও ছিলেন। তিনিও দেবকে শান্ত করতে গিয়ে ব্যর্থ হন। ঠিক কেন তিনি এমনটি করেছেন সেই তথ্য কারও কাছেই নেই। তবে অনেকে গুঞ্জন করছেন হয়ত এটি ছবির স্ট্যান্টও হতে পারে। আবার অনেকে বলছেন, যদি সত্য হয়ে থাকে এ কাজটি করা ঠিক হয়নি। জীবনে প্রথম নির্বাচনে জিতেছেন ছোট পর্দার পরিচালকদের মধ্যে বেশ জনপ্রিয় নাম সালাউদ্দিন লাভলু। ছোট পর্দায়ও তিনি বেশ পরিচিত এক মুখ। জীবনে এ প্রথম তিনি কোন নির্বাচনে জিতেছেন। ছোট পর্দার পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পরিচালক সালাউদ্দিন লাভলু। নন্দিত এ নাট্য নির্মাতা নির্বাচনে জয়ের পর বেশ খোশ মেজাজেই আছেন। নির্বাচনে জয়ী হয়ে লাভলু বলেন, ‘জীবনে প্রথম কোন নির্বাচনে জয় লাভ করেছি। একটা ভাল লাগা কাজ করছে আমার মধ্যে। যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা। বিজয়ের অনুভূতি একদিকে অসাধারণ ভাল লাগার, অন্যদিকে চাপেরও। দায়িত্বের চাপ। এখন থেকে আমাকে আরও বেশি দায়িত্ববান হতে হবে, ভেতরে এই অনুভূতি কাজ করছে।’ আমেরিকা, ইংল্যান্ডের আগেই জনি ইংলিশ বাংলাদেশে! পৃথিবীর তুমুল জনপ্রিয় কমেডি চরিত্র হচ্ছে মি. বিন। মি. বিনের কমেডি দেখে হাসেননি এমন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া দুষ্কর! সেই মি. বিন চরিত্রের ¯্রষ্টা রোয়ান এ্যাটকিনসন তার নতুন সিনেমা ‘জনি ইংলিশ স্ট্রাইকস এগেইন’ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পূর্বেই হাজির হয়েছেন বাংলাদেশে। গত শুক্রবার ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। জানা যায়, চলচ্চিত্রটি ৫ অক্টোবর যুক্তরাজ্যে এবং ২৬ যুক্তরাষ্ট্রে মুক্তি প্ওায়ার কথা রয়েছে। ডেভিড কের পরিচালনায় কমেডি থ্রিলার সিরিজ জনি ইংলিশের এই তৃতীয় সিনেমায় রোয়ান এ্যাটকিনসন হাজির হয়েছেন আগের মতোই দুর্ধর্ষ ব্রিটিশ এক স্পাইয়ের ভূমিকায়, যার প্রতিটি কর্মকা- দর্শকের হাসির খোড়াক যোগায়। সিনেমাটিতে এ্যাটকিনসনের সঙ্গে দেখা গিয়েছে, ওলগা কুরিলেস্কো, বেন মেলার, এমা থমসনকে। নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ! সম্প্রতি যৌন হয়রানি নিয়ে হলিউড-বলিউড সব জগতের তারকারাই মুখ খুলছেন রীতিমতো। কেউ অভিযোগ আনছেন পরিচালকের ওপর কেউবা অভিনেতার। এবার বলিউডের তারকা অভিনেত্রী ও ২০০৪ সালের ‘মিস ইন্ডিয়া’ খেতাবপ্রাপ্ত নায়িকা তনুশ্রী দত্ত শক্তিমান অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। ছাড়া একই অভিযোগ এনেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী আর প্রেমাংশু রায়ের বিরুদ্ধেও। এ ঘটনাকে কেন্দ্র করে বলিউড পাড়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। ভারতের টিভি চ্যানেল নিউজ এইটিনকে দেয়া এক সাক্ষাতকারে তনুশ্রী বলেন, ‘২০০৯ সালে মুক্তি পাওয়া ‘হর্ন ওকেপ্লিজ’ ছবি করতে গিয়ে নানা পাটেকার আমাকে যৌন হেনস্তা করেছেন।’ ডিএনএকে দেয়া আরেকটি সাক্ষাতকারে তিনি বলেন, ‘২০০৫ সালে ‘চকলেট’ ছবির শূটিংয়ের সময় পরিচালক বিবেক অগ্নিহোত্রী আমাকে জামা খুলে অন্য দুই শিল্পী সুনীল শেঠি আর ইরফান খানের সামনে নাচার জন্য বলেন।’ তিনি আরও বলেন, ‘২০১৩ সালে পরিচালক প্রেমাংশু রায় পরিচালিত ছবি ‘গন্ধ’তে অভিনয় করতে গিয়েও আমাকে যৌন হেনস্তার শিকার হতে হয়।’ তিনি অভিযোগ করেন তাকে দিয়ে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করান পরিচালক। সে সময় তাকে নগ্নভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে বাধ্য করা হয়।
×