ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী

প্রকাশিত: ০৭:১০, ৪ অক্টোবর ২০১৮

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী

এ যেন বলিউড সিনেমার গল্প! প্রত্যন্ত কোন অঞ্চল থেকে রাজধানী শহরে পড়তে এসে নামকরা কোন সিনেমা ডিরেক্টরের বড় বাজেটের সিনেমায় অডিসন দিয়ে বহু শহুরে সুন্দরীদের হারিয়ে নায়িকার মুকুর জিতে নেয়া। ঠিক তেমনটাই করে দেখালেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গার জান্নাতুল ফেরদৌস ঐশী। সবে কলেজ পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় আসেন উচ্চশিক্ষায় শিক্ষত হওয়ার জন্য। পরিবার এবং নিজের সোনালি স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটছিলেন ঐশী। কিন্তু উচ্চশিক্ষার পাশাপাশি নিজের ভেতর দীর্ঘদিনের একটা সুপ্ত ইচ্ছা তাকে এবং তার পুরো ক্যারিয়ার ৩৬০ ডিগ্রী ঘুরিয়ে দেয়। পরিবারের কাউকে না জানিয়ে আবেদন করেন। নিবন্ধনের পর বাবা-মাকে জানান। বংশের কেউ অভিনয়, নাচ, গান কিংবা মডেলিংয়ের সঙ্গে যুক্ত না থাকলেও বাবা-মা বাধা দেননি, মেয়েকে তাঁরা উংসাহ দেন। ‘মিস ওয়াল্ড বাংলাদেশে’ অংশ গ্রহণের পর একে একে সবগুল ধাপ পেরিয়ে হয়ে যান চূড়ান্তপর্বের সেরা প্রতিযোগী। ঐশীর বাবা আবদুল হাই সমাজকর্মী, মা আফরোজা হোসনে আরা স্কুলের শিক্ষক। ঐশী বলেন, আমি জানি বিচারকেরা সবদিক বিবেচনা করে ‘মিস ওয়াল্ড বাংলাদেশ’ নির্বাচিত করেছেন। আমি এই প্রতিযোগিতায় এসে শুরু থেকেই শিখছি। তবে জিতব, এমনটা ভাবিনি। খুব নার্ভাস ছিলাম। বিজয়ীর নাম ঘোষণার পর মঞ্চে দ্বিতীয় রানারআপ নাজিবা বুশরা, চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস ঐশী। চীনের সানাইয়া শহরে ৭ ডিসেম্বও ‘মিস ওয়ার্ল্ড ’ প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। ঐশী বলেন, গত বছর ‘গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অন্য সুন্দরী প্রতিযোগিতাগুলো থেকে এটি আলাদা। বয়সের কারণে অংশ নিতে পারিনি। যেহেতু এই আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছার সুযোগ করে দেয়, তাই ইচ্ছে ছিল। যখন দেখলাম নিবন্ধন শুরু হয়ে গেছে, তখন যুক্ত হয়ে যাই। রাজধানীর বসুন্ধারা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজন করা হয় ‘ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। বিচারকের আসনে ছিলেন শুভ্র দেব, খালেদ সুজন, ইমি ও ব্যারিস্টার ফারাবী। তাঁদের সঙ্গে আইকন বিচারাক হিসেবে ছিলেন মাইরসে ব্যান্ডের শাফিন আহমেদ ও হামিন আহমেদ এবং নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠান উপস্থাপনা করেছেন আজরা মাহমুদ, সনিকা ও নীরব।
×