ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে চন্দ্রকলা থিয়েটারের ‘তন্ত্র মন্ত্র’

প্রকাশিত: ০৭:০১, ৪ অক্টোবর ২০১৮

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে চন্দ্রকলা থিয়েটারের ‘তন্ত্র মন্ত্র’

স্টাফ রিপোর্টার ॥ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব আগামীকাল ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে। উৎসবের উদ্বোধনী দিনে চন্দ্রকলা থিয়েটার মঞ্চায়ন করবে কমেডি নাটক ‘তন্ত্র মন্ত্র’। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটি মঞ্চায়িত হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাহমুদুল হাসান মাসুম, মোঃ ইব্রাহিম হাসান, এস এম অঙ্গন, লিপি রানি মিত্র, নিশি, আপন, আনিসুর রহমান, সৈকত ও এইচ আর অনিক। নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে একটি হাসপাতালকে কেন্দ্র করে। একটি হাসপাতালে কিছু গরিব রোগী নানা সমস্যা নিয়ে ভর্তি হয়। কিছু অসাধু ডাক্তার তাদের ওপর ভুল চিকিৎসা প্রয়োগ করে। ফলশ্রুতিতে নানা সমস্যায় জর্জরিত হয় রোগীরা। কিছু ডাক্তার হাসপাতালে রোগীকে কম সময় দেয় কিন্তু তার ব্যক্তিগত ক্লিনিকে বিশেষভাবে চিকিৎসা দেয়। অনেকদিন রোগীরা একসঙ্গে থাকতে থাকতে বন্ধু হয়ে যায়। তারা কিছু অসাধু ডাক্তারদের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দেয়। ঘটনা মোড় নেয় অন্য দিকে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে রোগীদের ধর্মঘট কার্যক্রমটি এগিয়ে যায়। ঘটনাক্রমে ডাক্তাররা একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে অংশ নেয়।
×