ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৌ মধুবন্তীর কথায় শানের পঞ্চমী সুর

প্রকাশিত: ০৭:০০, ৪ অক্টোবর ২০১৮

মৌ মধুবন্তীর কথায় শানের পঞ্চমী সুর

স্টাফ রিপোর্টার ॥ ক্লাসিক্যাল ও মেলোডি ঘরানার গান গেয়েও যে শ্রোতাপ্রিয়তা পাওয়া যায়, তার সর্বশেষ বড় উদাহরণ শান। তার সলো গান কন্যারে, সখি, ফাহমিদা নবীর সঙ্গে সাদাকালোসহ বেশ ক’টি গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সবার কাছেই শানের গায়কী প্রশংসা কুড়িয়েছে। সেই শান এবার গাইলেন মৌ মধুবন্তীর কথায়। প্রবাসী বাংলাদেশী কবি ও গীতিকার মৌ মধুবন্তী খুব কমই লেখেন। আর তার লেখা কতটা ভাল হতে পারে সে প্রমাণ মিলেছে শানের নতুন গান ‘পঞ্চমী সুর’ এ। ‘দুঃখ ব্যথা গানে গানে হারিয়ে গেছি কখন আমি, আমার ভেতর পঞ্চমী সুর দুর্বার হয়ে বাজে’ এমন ব্যতিক্রমী কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান নিজেই। আর শব্দ মিশ্রণ করেছেন রেজওয়ান সাজ্জাদ। প্রযোজনা প্রতিষ্ঠান অহর্নিশ অডিওর ব্যানারে প্রকাশিত গানটির ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। গান প্রসঙ্গে গীতিকার মৌ মধুবন্তী বলেন, আমি শানের গান ভীষণ পছন্দ করি। ওর জন্য লিখেও ভাল লেগেছে। শান এভাবেই আমাদেরকে একের পর এক ভাল গান উপহার দিয়ে যাবে সেটাই আশা করছি। অন্যদিকে পঞ্চমী সুর প্রসঙ্গে শান বলেন, সব গান আসলে ভিউ কিংবা হিট হয় না। কিছু গান নিজেকে তৃপ্ত করে। অন্যরকম একটা গান। তবু বাকিটা শ্রোতাদের হাতেই রইল।
×