ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও মঞ্চে নাগরিকের ‘গ্যালিলিও’

প্রকাশিত: ০৬:৫৯, ৪ অক্টোবর ২০১৮

আবারও মঞ্চে নাগরিকের ‘গ্যালিলিও’

স্টাফ রিপোর্টার ॥ নাগরিক নাট্য সম্প্রদায় প্রায় তিন দশক আগে মঞ্চে এনেছিল ‘গ্যালিলিও’। এরপর নিয়মিত মঞ্চায়নে নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে । তবে প্রায় ২০ বছর ধরে নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল। এবার দুই দশকের বিরতি কাটিয়ে নাটকটি আবারও মঞ্চে আনছে নাগরিক। দলসুত্রে জানা গেছে আগামীকাল ৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর নাটক সরণির মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নবরূপে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। ব্রেটল ব্রেশটের ‘দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি’ অবলম্বনে ‘গ্যালিলিও’ নাটকটির অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। এবারের ‘গ্যালিলিও’ নাটকের নবরূপ নির্দেশনা দিয়েছেন পান্থ শাহ্রিয়ার। ‘গ্যালিলিও’ নাটকে বরাবরের মতো গ্যালিলিও চরিত্রে অভিনয় করবেন বরেণ্য নাট্যাভিনেতা আলী যাকের। নাটকের অন্যতম শিল্পী আসাদুজ্জামান নূর এ মঞ্চায়নে অংশ নেবেন বলে জানা গেছে। নাটকে আরও অভিনয় করবেন পান্থ শাহ্রিয়ার, রুহে তামান্না লাবণ্য, ফারহানা মিঠু, আব্দুর রশীদ, মোস্তাফিজ শাহীনসহ অনেকে। নাটকের পোশাক পরিকল্পনায় রয়েছেন সারা যাকের এবং সহযোগিতায় রয়েছেন নিমা রহমান। আলোক নির্দেশনায় আছেন নাসিরুল হক খোকন। প্রযোজনাটির নির্বাহী অধিকর্তা সারা যাকের। এছাড়া গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির আরও একটি প্রদর্শনী হবে বলে জানা গেছে। নাটকের নির্দেশক পান্থ শাহ্রিয়ার বলেন, এর আগে আড়াই ঘণ্টা সময়ব্যাপ্তির ছিল নাটকটি, এবার দেড় ঘণ্টা সময়ব্যাপ্তির করা হচ্ছে। নাটকটিতে অভিনয় করবেন আলী যাকের, আসাদুজ্জামান নূর, কাওসার চৌধুরী, ফারুক আহমেদসহ অনেকে। ‘গ্যালিলিও’ নাটকের আন্দ্রেয়া চরিত্রে অভিনয় করে এক সময় প্রশংসিত হয়েছিলেন নন্দিত অভিনেতা খালেদ খান। এবার আন্দ্রেয়া চরিত্রটিতে তিনি নিজে অভিনয় করবেন। অভিনেতা ও নির্দেশক পান্থ শাহ্রিয়ার বলেন, বেশ কিছু চরিত্রে দলের অনেক নবীন সদস্য অভিনয় করবেন। সেই সঙ্গে পুরনোরাও থাকবেন। আশা করছি, সব মিলিয়ে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে নাটকটি। এদিকে বাংলার ‘গ্যালিলিও’ খ্যাত আলী যাকের অনেক দিন ধরেই অসুস্থ। ডাক্তারের নির্দেশে ছিলেন ফুল রেস্টে। এবার চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিয়ে মঞ্চে ফিরছেন বর্ষীয়ান এই অভিনেতা। ইতোমধ্যে গ্যালিলিও নাটকের মহড়ায় অংশ নিচ্ছেন। নাটক করার জন্য ডাক্তারের ক্লিয়ারেন্স পেলেও এখনও একা একা চলাফেরা করতে সামান্য বেগ পেতে হয় তাকে। লাঠিতে ভর করে আত্মবিশ্বাসের সঙ্গেই চলাফেরা করছেন এখন। সতীর্থদের কাছে তিনি জানিয়েছেন, ডাক্তার এখন ক্লিয়ারেন্স দিয়েছেন। আমি ভাল হয়ে গেছি। এখন কাজ করতে পারব। প্রসঙ্গত, জার্মান কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে ১৯৮৮ সালে ‘গ্যালিলিও’ নাটকটি ঢাকায় মঞ্চস্থ হয়। শুরুতে এর নির্দেশক ছিলেন একজন বিদেশী। তিনি নিজ দেশে চলে যাওয়ার পর নাটকটির নির্দেশনা দেন আতাউর রহমান। এটি তাদের ৪৬তম প্রযোজনা। নাটক আবার মঞ্চে আনছে নাগরিক নাট্য সম্প্রদায়। ইতোমধ্যে নাটকটি নিয়ে দর্শক এবং নাট্যকর্মীদের মধ্যে ব্যপক আগ্রহ তৈরি হয়েছে।
×