ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের মেয়েদের হার

প্রকাশিত: ০৬:৫৮, ৪ অক্টোবর ২০১৮

বাংলাদেশের মেয়েদের হার

স্পোর্টস রিপোর্টার ॥ চার ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিই হয়েছে পরিত্যক্ত। বুধবার দ্বিতীয় টি২০ ম্যাচেও ছিল বৃষ্টির দাপট। ১৪ ওভারে নামিয়ে আনা সেই ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ৫৮ রানের বড় ব্যবধানে হেরে গেছে সফরকারী পাকিস্তান মহিলা ক্রিকেট দলের কাছে। আগে ব্যাট করে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ওভারে ৫ উইকেটে ৮৮ রান তুলেছিল পাক মেয়েরা। জবাবে ১২.৫ ওভারে মাত্র ৩০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ইনিংস। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তানের মেয়েরা। টস জিতে আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশের মেয়েরা। দলীয় ৮ রানেই প্রথম উইকেট তুলে নিলেও পাকরা দ্বিতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও রানের চাকা ঠিকই ঘুরিয়েছে পাকিস্তানের মেয়েরা। শেষ পর্যন্ত নির্ধারিত ১৪ ওভারে ৫ উইকেটে ৮৮ রান তোলে তারা। অধিনায়ক জাভেরিয়া খান ১৮ বলে ২ চার, ১ ছক্কায় সর্বোচ্চ ২৫, নাহিদা খান ১৮ বলে ১৮ রান করেন। বাংলাদেশের পক্ষে বাঁহাতি স্পিনার নাহিদা আকতার ১৯ রানে নেন ২ উইকেট। জবাব দিতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। কেউ দুই অঙ্কের কোটায় পৌঁছুতে পারেননি। তিনজন ০ রানে সাজঘরে ফেরেন। সর্বোচচ ১২ বলে ৯ রান করেন রুমানা আহমেদ। ১২.৫ ওভারে ৩০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাঁহাতি স্পিনার আনাম আমিন ৩ ওভারে ০ রান দিয়ে নেন ৩ উইকেট। আজ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
×