ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফাইনালে ওঠার পথে আবার বাংলাদেশের বাধা ভারত

প্রকাশিত: ০৬:৫৮, ৪ অক্টোবর ২০১৮

ফাইনালে ওঠার পথে আবার বাংলাদেশের বাধা ভারত

মোঃ মামুন রশীদ ॥ কিছুদিন আগেই জাতীয় দলের এশিয়া কাপ মিশন শেষ হয়েছে। টানা দ্বিতীয়বারের মতো এবারও ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছে। বরাবরের মতো প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং বাংলাদেশের স্বাভাবিক খেলাকে করেছে বিনষ্ট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত ম্যাচগুলো উত্তাপ ছড়িয়েছে একেবারে গুরুত্বপূর্ণ মুহূর্তে। এবার অনুর্ধ-১৯ এশিয়া কাপেও ডু অর ডাই ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। আজ দেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে দু’দল মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে। অনুর্ধ-১৯ এশিয়া কাপে এবার সেমিতে ওঠার পথে অনেক চড়াই-উৎরাই পেরোতে হয়েছে বাংলাদেশ দলকে। মিশনটা স্বাগতিক যুবারা শুরুই করেছিল হার দিয়ে। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা অনুর্ধ-১৯ দলের কাছে ৬ উইকেটের পরাজয় দেখেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান অনুর্ধ-১৯ দলকে ৩ উইকেটে হারিয়ে দেয়। ফলে শেষ চারে ওঠার সম্ভাবনা তৈরি হয়। তবে নেট রানরেটের একটি ব্যাপার বড় সমীকরণ হয়ে দাঁড়ায়। এ কারণে শেষ গ্রুপ ম্যাচে হংকংয়ের বিপক্ষে দ্রুত ব্যাট চালাতে গিয়ে ছোট ব্যবধান ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার কাছে পাকরা হেরে যাওয়াতে আর সমস্যা হয়নি বাংলাদেশের সেমিতে পা রাখতে। ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়েই শেষ চারে উঠেছে বাংলাদেশের যুবারা। সে কারণে এখন শক্ত প্রতিপক্ষ ভারতের বিপক্ষে খেলতে হবে ফাইনালে ওঠার জন্য। ভারত ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে। ভারত গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচেই ছিল দুরন্ত। আর তারা পেয়েছিল দুর্বলতর প্রতিপক্ষ আরব আমিরাত ও নেপালকে। দুই দলের বিপক্ষেই ব্যাটিং তা-ব চালিয়ে তারা তিন শতাধিক রান করে এবং বিরাট ব্যবধানের জয় তুলে নেয়। এতে করে তাদের ব্যাটিং গভীরতা যে চলমান আসরের যে কোন দলের চেয়ে অনেক ভাল সেটি পরিষ্কার হয়ে গেছে। অবশ্য শেষ গ্রুপ ম্যাচে আফগানিস্তান অনুর্ধ-১৯ দলের বিরুদ্ধে তাদের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। ২২১ রানেই গুটিয়ে যায় ভারত। অর্থাৎ বোলিং ভাল করতে পারলে ভারতীয় দলের বিপক্ষেও দারুণ কিছু করা অসম্ভব নয়। বাংলাদেশ দলের ব্যাটিংটা চলতি আসরে তেমন ভাল হয়নি। তবে বোলিংয়ে ভরসা করার মতো অনেককিছুই রয়েছে। বিশেষ করে পেসার শরীফুল ইসলাম এবং লেগস্পিনার রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করছেন। ভারতীয় ব্যাটিংকে রুখতে হলে এ দু’জনের ওপর ভরসা করবে বাংলাদেশ। এখন পর্যন্ত চারটি এশিয়া কাপে কোনবারই ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ দল। গত দুইবারই সেমি থেকে বিদায় নিয়েছিল। এবার আরেকটি পরীক্ষা যুবাদের। তবে অনুর্ধ-১৯ এশিয়া কাপে ভারতের বিপক্ষে বড় কোন চ্যালেঞ্জে পড়তে হয়নি বাংলাদেশকে। তবে জাতীয় দলের এশিয়া কাপে সবসময়ই ভারতের কাছে ঠেকে যেতে হয়েছে। কয়েকদিন আগেই এশিয়া কাপ ফাইনালে টাইগাররা ৩ উইকেটে হেরেছে। ২০১৬ এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে হার জুটেছে।
×