ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্বপ্না ইনজুরিতে, তবে...

প্রকাশিত: ০৬:৫৭, ৪ অক্টোবর ২০১৮

স্বপ্না ইনজুরিতে, তবে...

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অ-১৮ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পথে আর মাত্র দুটি ধাপ পেরুতে হবে বাংলার বাঘিনীদের। তার প্রথম ধাপ হচ্ছে ভুটান। আগামীকাল শুক্রবার সেমিফাইনালে স্বাগতিক ভুটানকে মোকাবেলা করবে বাংলাদেশ। চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত আরেক সেমিতে ভারতের মুখোমুখি হবে নেপাল। এই নেপালকেই গ্রুপ পর্বের ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। ওই ম্যাচের প্রথম গোলটি করে ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না (এই আসরে এটা তার ব্যক্তিগত অষ্টম গোল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ)। শুরু থেকেই নেপালী ডিফেন্ডারদের লক্ষ্য ছিল স্বপ্নাকে আটকানো। কিন্তু চমৎকার ড্রিবলিং এবং দুরন্ত গতি দিয়ে প্রতিবারই তাদের কেটে বেরিয়ে গেছে স্বপ্না। শেষ পর্যন্ত স্বপ্নাকে আটকাতে ঘৃণ্য-নেতিবাচক কৌশলের আশ্রয় নেয়া হয়। একের পর এক ফাউল করা হয় নির্দয়ভাবে। শেষ পর্যন্ত ডান হাঁটুতে প্রচ- চোট পায় স্বপ্না। ফলে শুক্রবারের সেমিতে সে খেলতে পারবে কিনা, তা নিয়ে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা-সংশয়ের। তবে দলের কোচ গোলাম রব্বানী ছোটন মোবাইল ফোনে জনকণ্ঠকে আশ^স্ত করেছেন এই বলে, ‘যতটা ভেবেছিলাম স্বপ্নার চোট ততটা গুরুতর নয়। ব্যথা কমে গেছে অনেকটাই। সে আজ (বুধবার) সকালে দলের সঙ্গে মর্নিং ওয়াক ও জিম করেছে বেশ সাবলীলভাবেই। তাছাড়া ওকে চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। আশা করছি আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সে সুস্থ হয়ে ম্যাচ খেলতে পারবে।’ পুরো দলকে বুধবার কোন ট্রেনিং করাননি ছোটন। রিকভারি সেশন ছিল। বুধবার বিকেলে মেয়েরা সবাই দল বেঁধে স্থানীয় একটি শপিংমলে গিয়ে কেনাকাটা করে। দলের সবাই ছিল ফুরফুরে মেজাজে। নেপাল-ম্যাচ নিয়ে ছোটনের মূল্যায়ন-বিশ্লেষণ, ‘এই ম্যাচে আমি নিয়মিত একাদশের বেশ কজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছি। রিজার্ভ বেঞ্চ যথেষ্ট ভাল খেলেছে। তাদের পারফরমেন্সে আমি পুরোপুরি সন্তুষ্ট। তবে নেপালের খেলায় অসন্তুষ্ট। তারা ফুটবল নয়, অন্যকিছু খেলেছে। এটাকে ফুটবল বলে না। তারা যেভাবে শরীরনির্ভর-নোংরা-নেগেটিভ ফুটবল খেলেছে, তা অত্যন্ত নিন্দনীয়। আমার প্রতিটি খেলোয়াড়কে তারা যেভাবে মেরে খেলেছে, এগুলো রেফারির চোখেই যেন পড়েনি। নেপালের কাছ থেকে আমরা ভাল-প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা আশা করেছিলাম।’ সেমির ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। এই ম্যাচ নিয়ে ছোটনের ভাষ্য, ‘শুধু ভুটান নয়, আমরা প্রতিটি দলকেই সমান শক্তিশালী মনে করি। মাঠে নেমে সেভাবেই আমরা খেলব।’
×