ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ম্যানসিটির প্রথম জয়, বেয়ার্নের ধাক্কা

প্রকাশিত: ০৬:৫৭, ৪ অক্টোবর ২০১৮

ম্যানসিটির প্রথম জয়, বেয়ার্নের ধাক্কা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম ম্যাচের হতাশা ভুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে প্রথম জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে সিটিজেনরা ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক জার্মান ক্লাব হফেনহেইমকে। লিও ও শাখতার ডোনেস্কের মধ্যে গ্রুপের অপর ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত থাকে। কি জার্মান বুন্দেসলিগা, কি চ্যাম্পিয়ন্স লীগ সবখানেই বাজে অবস্থায় আছে বেয়ার্ন মিউনখ। ঘরোয়া লীগে ব্যর্থতার পর এবার চ্যাম্পিয়ন্স লীগে ধাক্কা খেয়েছে বাভারিয়ানরা। ঘরের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় ডাচ ক্লাব আয়াক্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে বেয়ার্ন। আরেক ম্যাচে গ্রীসের এ্যাথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগালের বেনফিকা। প্রথম মিনিটে পিছিয়ে পড়লেও ডেভিড সিলভার শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় নিয়ে ফিরেছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানসিটি। নিজেদের প্রথম ম্যাচে লিও’র কাছে ২-১ গোলে পরাজিত হয়ে মিশন শুরু করেছিল পেপ গার্ডিওলার দল। যে কারণে নিজেদের টিকিয়ে রাখার ম্যাচে জয় জরুরী ছিল। ম্যাচ শেষের মাত্র তিন মিনিট আগে সিলভা হফেনহেইম ডিফেন্ডার স্টিফেন পোশের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে সিটিজেনদের পক্ষে জয়সূচক গোলটি করেন। যদিও ঘরের মাঠে মাত্র এক মিনিটের মধ্যে ইশাক বেলফোডিল গোল করে হফেনহেইমকে এগিয়ে দিয়েছিলেন। তবে সপ্তম মিনিটে সার্জিও এ্যাগুয়েরোর গোলে সমতা ফেরায় ম্যানসিটি। হফেনহেইমের শক্তিশালী রক্ষণভাগের ওপর দীর্ঘ সময় ধরে আধিপত্য বিস্তার করেও খুব একটা সুবিধা করতে পারছিল না সিটিজেনরা। কিন্তু শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জয়ে নিজেদের ভালমতোই ফিরিয়ে এনেছে দলটি। যদিও রেইন-সেকার এরিনাতে সিটিজেনদের শুরুটা মোটেই ভাল হয়নি। ম্যাচ শুরুর মাত্র ৪৪ সেকেন্ডে হফেনহেইম লিড নিয়ে সিটিজেনদের হতবাক করে দেয়। সেন্ট্রাল মিডফিল্ডার কেরেম ডেমিরবের সহযোগিতায় বেলফোডিল সিটি গোলরক্ষক এডারসনকে পরাস্ত করলে প্রথম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। সাত মিনিটে সিলভার পাস থেকে লিওরে সানের কাট করা কলে এ্যাগুয়েরো গোল করে সমতা ফেরান। তারপর থেকে হফেনহেইমের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করেছে সিটি। কিন্তু কাক্সিক্ষত গোলের দেখা পায়নি। ১৪ মিনিটে আগে রাহিম স্টার্লিংয়ের শট অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়। ৩২ মিনিটে আবারও সানের পাস থেকে এ্যাগুয়েরো গোল করতে ব্যর্থ হন। আর্জেন্টাইন তারকা এ্যাগুয়েরো ম্যাচে সাতটি সুযোগ পেয়েছেন, কিন্তু একটি বাদে কোনটিই কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে বেলফোডিলের ব্যর্থতায় হফেনহেইমের এগিয়ে যাওয়া হয়নি। কাউন্টার এ্যাটাক থেকে এডারসনকে একা পেয়েও স্বাগতিকরা কাজে লাগাতে পারেনি। লিঁওর বিপক্ষে এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ডাগআউটে ফিরেছিলেন সিটি বস গার্ডিওলা। শেষ পর্যন্ত অবশ্য সিটিজেনদের হতাশ করেনি সিলভা। দারুণ এক গোলে সফরকারীদের পূর্ণ তিন পয়েন্ট উপহার দিয়ে মাঠ ছেড়েছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। ম্যাচ শেষে সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি বলেন, এই ম্যাচ থেকে সবধরনের ইতিবাচক বিষয় নিয়েই দেশে ফিরছি। যেভাবে আমরা আক্রমণ করেছি ও নিজেদের রক্ষণভাগ সামাল দিয়েছি তাতে পুরো দলের পারফর্মেন্সেই আমি দারুণ সন্তুষ্ট। এটা সত্যিই দারুণ ফলাফল, চ্যাম্পিয়ন্স লীগে সব এ্যাওয়ে ম্যাচই কঠিন। এসব ম্যাচ থেকে তিন পয়েন্ট আদায় করে নেয়া মোটেই সহজ নয়। আমরা খুশি এই জয়ে।
×