ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাশরাফিদের প্রস্তুতি শুরু ১৫ অক্টোবর

প্রকাশিত: ০৬:৫৬, ৪ অক্টোবর ২০১৮

মাশরাফিদের প্রস্তুতি শুরু ১৫ অক্টোবর

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আগামী ১৫ অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন শুরু হবে। জিম্বাবুইয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ২১ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। ১৬ অক্টোবর জিম্বাবুইয়ে দল বাংলাদেশে পা রাখবে। একদিন আগে থেকে প্রস্তুতি শুরু হবে মাশরাফিদের। এশিয়া কাপের ফাইনালে জিততে না পারলেও বলা যায় যে লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছিল টাইগাররা সেই লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। ফাইনালেও শক্তিশালী ভারতকে টেনে নিয়েছিল শেষ বল পর্যন্ত। ফাইনাল ম্যাচ শেষ করে পরেরদিনই আবার দেশে ফিরতে হয়েছে মাশরাফিদের। ফেরার জার্নি তো আছেই, ছিল আবুধাবি থেকে দুবাইয়ের লম্বা পথের জার্নিও। সঙ্গে ছিল প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ছয়টা ম্যাচের ধকল। এসব ভুলে এবার নেমে পড়তে হবে জিম্বাবুইয়ে সিরিজের প্রস্তুতিতে। এই সিরিজে আছে তিন ওয়ানডে ও দুটি টেস্ট। এরপরই আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ। জিম্বাবুইয়ের বিপক্ষে শেষ টেস্টের শেষ দিনেই ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা। পিঠাপিঠি দুই সিরিজের জন্যই প্রস্তুতিটা একটু দেরিতে শুরু হচ্ছে বলে জানান জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। এর আগে বিশ্রামে থাকবে এশিয়া কাপের দলে থাকা বেশ কয়েকজন। বাকিরা খেলবেন জাতীয় লীগে। এছাড়াও চোটের কারণে জিম্বাবুইয়ে সিরিজে খেলতে পারবেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ডান হাতের কনিষ্ঠাতে ব্যথা পান ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা। পাঁজরের ব্যথা নিয়েই সবগুলা ম্যাচ খেলেছেন মুশফিকুর রহীমও। দলের ৬ দিনের এই অনুশীলন ক্যাম্প চলবে ২০ অক্টোবর পর্যন্ত। মে মাসে আয়ারল্যান্ড সিরিজ এবং তারপরই বিশ্বকাপ। এতগুলো ম্যাচের আগে ক্রিকেটারদের বিশ্রাম খুব জরুরী। তাই দীর্ঘ বিশ্রাম পাচ্ছেন ক্রিকেটাররা। তৃতীয়বারের মতো এশিয়া কাপে রানার্সআপ হয়ে গেল ২৯ সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই মোতাবেক জিম্বাবুইয়ের সঙ্গে সিরিজের আগে ১৬ দিনের বিশ্রাম পাচ্ছেন মাশরাফিরা। এরপর জিম্বাবুইয়ে সিরিজ দিয়ে শুরু হবে তাদের ব্যস্ততম মৌসুম। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুইয়ে। বাংলাদেশে পৌঁছে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে দু’দল। এরপর ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ও সফরকারীরা। সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতিটি ওয়ানডে ম্যাচই দিবা রাত্রির। ওয়ানডে সিরিজ শেষে ৩-৭ নবেম্বর সিলেট আনন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম টেস্ট ম্যাচটি। আর এই ম্যাচ দিয়েই নয়নাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে ১১-১৫ নবেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
×