ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চায়না ওপেনে ওজনিয়াকি-পিসকোভার জয়

শেষ ষোলোয় ওয়াং কিয়াং

প্রকাশিত: ০৬:৫৫, ৪ অক্টোবর ২০১৮

শেষ ষোলোয় ওয়াং কিয়াং

জিএম মোস্তফা ॥ চায়না ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারোলিন ওজনিয়াকি এবং ক্যারোলিনা পিসকোভা। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন তারা। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ওজনিয়াকি বুধবার রাউন্ড অব ৩২-এ ৭-৫ এবং ৬-৩ গেমে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩৬ নম্বরে থাকা পেত্রা মার্টিচকে। দিনের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভা ৬-৩ এবং ৬-৩ গেমে সরাসরি সেটে হারান এলিয়াকসান্দ্রা সাসনোভিচকে। গত এক দশক ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু দুর্ভাগ্য তার। মেজর কোন শিরোপা জিততে পারছিলেন না ডেনমার্কের এই তারকা খেলোয়াড়। অবশেষে এ বছরে এসেই তার সেই স্বপ্ন পূরণ হয়। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন ওজনিয়াকি। ফাইনালে রোমানিয়ার সিমোনা হ্যালেপকে পরাজয়ের লজ্জা উপহার দিয়ে ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। তবে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি ড্যানিশ টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের পরের তিন গ্র্যান্ডস্লামেই নিষ্প্রভ ছিলেন তিনি। তবে চায়না ওপেনে যেন স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছেন ক্যারোলিন ওজনিয়াকি। গত জুনের পর এবারই প্রথম ব্যাক টু ব্যাক ম্যাচ জিতলেন। ম্যাচ শেষে তাই দারুণ খুশি ডেনমার্কের এই তারকা খেলোয়াড়। তাৎক্ষণিক ম্যাচের শেষের সাক্ষাতকারে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ম্যাচে আমার মনোযোগের দিকে খেয়াল রেখেছি পরিপূর্ণভাবে। পরিস্থিতি বুঝে আক্রমণাত্মক হওয়ার চেষ্টাও করেছি।’ ১ ঘণ্টা ৪৭ মিনিট লড়াইয়ের পর ওজনিয়াকি আরও বলেন, ‘আমি মনে করি প্রত্যেকেই লড়াই করছে সিঙ্গাপুরে যাওয়ার জন্য। বিশেষ করে আমার কথা যদি বলি তাহলে এখানে আমি সিঙ্গাপুরে খেলার টিকেট নিশ্চিত করার জন্যই খেলছি। চেষ্টা করছি নিজের সেরাটা দিয়েই।’ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ক্যারোলিন ওজনিয়াকির সামনে বড় বাধা এখন এ্যানেট কন্টাভেইট। যিনি গত সপ্তাহেই উহান ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য এই এস্তোনিয়ার টেনিস তারকার। শিরোপা জয়ের লড়াইয়ে বেলারুশের এরিনা সাবালেঙ্কার কাছে হেরে যান তিনি। উহান ওপেনের ফাইনালে হারের পর নিঃসন্দেহে বেজিংয়ে সর্বোচ্চ চেষ্টাটাই করবেন এই এস্তোনিয়ান। মুখোমুখি লড়াইয়ে ওজনিয়াকির বিপক্ষে দুর্দান্ত কন্টাভেইট। তিনবারের লড়াইয়ে দুইবার জয় রয়েছে তার দখলে। শুধু তাই নয়, এ বছরের রোমে কোয়ার্টার ফাইনালেও ওজনিয়াকিকে হারান কন্টাভেইট। তবে অতীত ইতিহাস আর প্রতিপক্ষ নিয়ে মোটেও চিন্তিত নন ওজনিয়াকি। বরং অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন নিজের পারফর্মেন্স নিয়ে দারুণ আশাবাদী। এ প্রসঙ্গে ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে ওজনিয়াকি বলেন, ‘এটা সম্পূর্ণ নতুন একটা ম্যাচ। আমি নিজের সর্বোচ্চটাই ঢেলে দিয়ে খেলার চেষ্টা করব। চেষ্টা করব আক্রমণাত্মক খেলার। সত্যি বলতে আমি এভাবেই খেলতে চাই।’ এদিকে উহান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছিলেন ক্যারোলিনা পিসকোভা। যদিওবা তার আগে প্যানপ্যাসিফিক ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড়। ফাইনালে তিনি ইউএস ওপেনের চ্যাম্পিয়ন স্বাগতিক জাপানের নাওমি ওসাকাকে পরাজিত করেছিলেন পিসকোভা। যে কারণে উহান ওপেনের ব্যর্থতা ঘুচিয়ে বেজিংয়ে জ্বলে উঠতে চান তিনি। কিন্তু এই পথে তার বাধা এখন ওয়াং কিয়াং। উহানে যার কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিলেন পিসকোভা। চীনের এই এক নম্বর খেলোয়াড় বেজিংয়েও খেলছেন দুর্দান্ত। তৃতীয় রাউন্ডে তিনি বিদায় করেছেন জেলেনা ওস্টাপেঙ্কোকে। সেই ম্যাচে কিয়াং ৬-০ এবং ৬-০ গেমে রীতিমতো উড়িয়েই দেন ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন লাটভিয়ার এই টেনিস তারকাকে।
×