ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মস্কোয় মাটিতে নামল রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ০৬:৫৪, ৪ অক্টোবর ২০১৮

মস্কোয় মাটিতে নামল রিয়াল মাদ্রিদ

জাহিদুল আলম জয় ॥ অবশেষে মাটিতে নেমেছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে একমাত্র হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা চলমান মৌসুমে হারের তোতো স্বাদ পেয়েছে। মঙ্গলবার রাতে রাশিয়ার মস্কো সফরে ‘জি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ক্লাব সিএসকেএ মস্কোর কাছে ১-০ গোলে হেরেছে অতিথি স্প্যানিশ ক্লাব রিয়াল। গ্রুপের আরেক ম্যাচে এডিন জেকোর হ্যাটট্রিকে এএস রোমা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ভিক্টোরিয়া প্লাজেনকে। নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনাল্ডো না খেললেও জুভেন্টাসের জয়রথ থেমে থাকেনি। আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার হ্যাটট্রিকে ভর করে ‘এইচ’ গ্রুপের ম্যাচে জুভরা ৩-০ গোলে হারিয়েছে ইয়াং বয়েজকে। ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় কাটছেই না। প্রিমিয়ার লীগে ব্যর্থতার বৃত্তে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লীগেও ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে স্পেনের ভ্যালেন্সিয়ার সঙ্গে। ঘরের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে দর্শক হিসেবে ম্যাচ উপভোগ করেন রোনাল্ডো। প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লালকার্ড পাওয়ায় এক ম্যাচ নিষেধাজ্ঞায় আছেন পর্তুগীজ তারকা। কিন্তু রোনাল্ডোর অনুপস্থিতি কোনভাবেই বুঝতে দেননি দিবালা। দারুণ নৈপুণ্যে তিনি সিরি’এ চ্যাম্পিয়নদের দ্বিতীয় জয় উপহার দিয়েছেন। দিবালার প্রথম গোলটি অসাধারণ। পঞ্চম মিনিটে সেন্টারব্যাক লিওনার্দো বনুচ্চি মোহাম্মদ আলি কামারার মাথার ওপর দিয়ে দুর্দান্ত এক পাস দেন দিবালাকে। আর্জেন্টাইন এই তারকা বাম পায়ের প্লেসিং শটে স্বাগতিকদের এগিয়ে দেন। দ্বিতীয় গোলটিতে কৌশলগত দক্ষতার তুলনায় আক্রমণাত্মক মনোভাবই বেশি ছিল। ৩৩ মিনিটে ব্লেইস মাতৌদির শক্তিশালী শট ইয়ং বয়েজ গোলরক্ষক ডেভিড ফন বালমুস ধরতে ব্যর্থ হলে ফিরতি বলে দিবালা ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পূরণের সুযোগ নষ্ট করেন দিবালা। ফেডেরিকো বারনাডডেশির কাট-ব্যাক ক্রস থেকে দিবালার ডান পায়ের শট অল্পের জন্য গোলের ঠিকানা খুঁজে পায়নি। বিরতির পর ৬৯ মিনিটে আর ভুল করেননি দিবালা। ডানদিক থেকে জুয়ান কুয়াড্রাডোর পাস জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের মধ্যে পরপর দুই হলুদ কার্ড পেয়ে ইয়ং বয়েজ ডিফেন্ডার কামারা মাঠ ত্যাগ করলে বাকি ১৩ মিনিট সফরকারীদের ১০ জন নিয়ে লড়াই করতে হয়েছে। এই নিয়ে চ্যাম্পিয়ন্স লীগে পরপর দুই ম্যাচে তিনটি করে গোল হজম করতে হয়েছে ইয়ং বয়েজকে। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হওয়া রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে নিকোলা ভøাসিচের গোলে রিয়ালকে হারিয়েছে মস্কো। ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। টনি ক্রুসের ব্যাক পাসে বল পেয়ে ভøাসিচ প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে আড়াআড়ি শটে বল জালে পাঠান। ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকার এভারটন থেকে ধারে খেলতে এসে ভালভাবেই নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। ম্যাচে শুরুতে গোল খেয়ে রিয়াল সমতা আনতে মরিয়া হয়ে ওঠে। ২৮ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল তারা। ডি বক্সের বাইরে থেকে কাসেমিরোর দারুণ শট পোস্টের বাইরে দিয়ে না গেলে গোল হতেও পারত। ৩৮ মিনিটে আরও সহজ সুযোগ নষ্ট করে রিয়াল। সতীর্থের বাড়ানো ক্রসে করিম বেনজেমার হেড ক্রসবারে লেগে ফিরে না এলে গোল হতেও পারত। এমনি করে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। তাই হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এ নিয়ে সবধরনের ফুটবলে টানা তৃতীয় ম্যাচে জয়শূন্য থাকল রিয়াল। অবশ্য চোটের কারণে এই ম্যাচের দলে ছিলেন না গ্যারেথ বেল, সার্জিও রামোস, মার্সেলো ও ইস্কোর মতো খেলোয়াড়রা। যার মাশুল গুনতে হয়েছে হেরে। চোটের কারণে ম্যাচে রিয়ালের হয়ে ছিলেন না গ্যারেথ বেল, ইস্কো ও মার্সেলো। অধিনায়ক সার্জিও রামোসকে বিশ্রাম দেয়ার পাশাপাশি এ বছর ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী লুকা মডরিচকে শুরুর একাদশে রাখেননি কোচ লোপেতেগি। কাসেমিরো, করিম বেনজেমা ও মারিয়ানো দিয়াসের কয়েকটি চেষ্টা ক্রসবার ও পোস্টে বাধা পাওয়ায় ২০০৭ সালের পর প্রথমবারের মতো সবধরনের প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচে গোল পেতে ব্যর্থ হয়েছে রিয়াল।
×