ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পায়ুপথে সোনার বার

প্রকাশিত: ০৬:৪৪, ৪ অক্টোবর ২০১৮

পায়ুপথে সোনার বার

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট থেকে ১২টি সোনার বারসহ শহিদুল্লাহ নামে এক পাচারকারীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা। বুধবার স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক শহিদুল্লাহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খুদির জঙ্গল এলাকার আফতাব উদ্দিনের ছেলে। বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক নিপুণ চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা আগে থেকে চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। এ সময় কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় গ্রেফতার করা হলে তার শরীরে সোনা থাকার কথা স্বীকার করে। মুন্সীগঞ্জে উন্নয়নমেলা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে পাঁচটি সাইকেল র‌্যালি হয়েছে। বুধবার বিকেলে মুন্সীগঞ্জ শহরের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এই র‌্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এছাড়া জেলার লৌহজং, টঙ্গীবাড়ি, সিরাজদিখান এবং শ্রীনগর উপজেলায় জাঁকজমকপূর্ণ সাইকেল র‌্যালি বের হয়। জেলার ছয়টি উন্নয়নমেলাকে ঘিরে এই পৃথক সাইকেল র‌্যালি স্ব স্ব উপজেলার গোটা এলাকা প্রদক্ষিণ করে। এতে উন্নয়নমেলা ঘিরে বিশেষ এক বার্তা ছড়িয়ে দেয়া হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীসহ নানা বয়সীরা অংশগ্রহণ করে। বিশাল এই সাইকেল র‌্যালি দেখে গ্রাম-গঞ্জের মানুষকে পুলকিত করে। ছড়িয়ে পড়ে উন্ননের বার্তা। লৌহজং উপজেলায় হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে এ সাইকেল র্যালিতে পাঁচ শতাধিক সাইকেল আরোহী ছাত্র অংশ নেয়।
×