ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার অফিস এবং বাসায় হামলা স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের অফিস রাইফেলস ক্লাব ও কলেজ রোডের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় এহতেশামুল আলম অফিস কিংবা বাসায় ছিলেন না। মঙ্গলবার রাতের এই হ

প্রকাশিত: ০৬:৪৩, ৪ অক্টোবর ২০১৮

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার অফিস এবং বাসায় হামলা  স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের অফিস রাইফেলস ক্লাব ও কলেজ রোডের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় এহতেশামুল আলম অফিস কিংবা বাসায় ছিলেন না। মঙ্গলবার রাতের এই হ

ময়মনসিংহে আওয়ামী লীগ নেতার অফিস এবং বাসায় হামলা স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের অফিস রাইফেলস ক্লাব ও কলেজ রোডের বাসভবনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় এহতেশামুল আলম অফিস কিংবা বাসায় ছিলেন না। মঙ্গলবার রাতের এই হামলা ও ভাংচুরে মহানগর ছাত্রলীগের একটি অংশ জড়িত বলে অভিযোগ করা হয়। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে মহাজোট ও ১৪ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই সন্ত্রাসী হামলা চালানো হয়। এ সময় রাইফেলস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করা হয়। বলা হয় মহানগর সভাপতি এহতেশামুল আলমকে হত্যার জন্যই এই হামলা চালানো হয়েছে। এর আগে দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে আলাদা স্মারকলিপিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসী ও গডফাদারদের গ্রেফতার, ময়মনসিংহ শহরকে অবৈধ অস্ত্রমুক্ত এবং চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও তাদের সিন্ডিকেটকে আইনের আওতায় আনার দাবি জানান হয়।
×