ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছাত্রীর আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার দাবি

প্রকাশিত: ০৬:৪৩, ৪ অক্টোবর ২০১৮

ছাত্রীর আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ৩ অক্টোবর ॥ জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর হাজী শরীয়ত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্রী সায়মা আক্তার স্মৃতির আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ওই বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় সখিপুর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে স্মৃতিকে আত্মহত্যা করতে যারা প্ররোচিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। স্মৃতির ভগ্নিপতি শাহাদাত হোসেন বেপারি বলেন, উপজেলার চরভাগা শনিকান্দি গ্রামের ইতালী প্রবাসী বাচ্চু মালের মেয়ে স্মৃতি। স্মৃতি হাজী শরীয়ত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিল। গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে স্থানীয় বখাটে শাহিন তার বন্ধু ইরন মোল্যা ও জসিমসহ অন্যরা কৌশলে স্মৃতির ঘরে প্রবেশ করে। ওই সময় স্মৃতিকে অস্ত্রের মুখে জিম্মি করে ইসমাইলের সঙ্গে স্মৃতির আপত্তিকর ছবি তোলে এবং এ ছবি ইন্টারনেটে প্রচার করার হুমকি দেয় তারা। এ অপমান সহ্য করতে না পেরে ২৭ সেপ্টেম্বর সকালে বিষপানে আত্মহত্যা করে স্মৃতি।
×