ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টঙ্গীবাড়িতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

প্রকাশিত: ০৬:৪১, ৪ অক্টোবর ২০১৮

টঙ্গীবাড়িতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়িতে নারী ও হিন্দু বিদ্বেষী বক্তব্য দেয়ার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতুর বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। বুধবার টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নারী ও হিন্দু সম্প্রদায়ের লোক কয়েক হাজার জনতা অংশ নেয়। টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীসহ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা ঝাড়ু, জুতা ও ভুতু হালদারের ব্যঙ্গ ছবিযুক্ত পোস্টার প্রদর্শন করে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার ও বিচার চেয়ে সেøাগান দেয়। এই সময় এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের বিরুদ্ধেও নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা। প্রতিবাদ জানাতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ শত শত নেতাকর্মী এবং সাধারণ নারী-পুরুষ মিছিলসহ টঙ্গীবাড়ি সদরে এসে উপস্থিত হয়। এ সময় প্রায় এক ঘণ্টা পর্যন্ত টঙ্গীবাড়ি থেকে সব এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা সদর চৌরাস্তায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝির সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজাল আসাদ বারেক, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন, জেলা পরিষদের কাউন্সিলর আনিসুর রহমান, মহিলা কাউন্সিলর আখলিমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক নাহিদ খান ও উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান প্রমুখ।
×