ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর পৌরসভায় মার স্থলে মেয়ে

প্রকাশিত: ০৬:৪১, ৪ অক্টোবর ২০১৮

সৈয়দপুর পৌরসভায় মার স্থলে মেয়ে

স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, সৈয়দপুর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে সাবিয়া সুলতানা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার ভোট গ্রহণ শেষে ওই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম। প্রথম শ্রেণীর সৈয়দপুর পৌরসভার উক্ত সংরক্ষিত আসনের সংরক্ষিত আসনে কাউন্সিলর ছিলেন রাজিয়া সুলতানা। জটিলরোগে আক্রান্ত হয়ে তিনি চলতি বছরের ২৮ মে ইন্তেকাল করেন। ফলে ওই পদটি শূন্য হয়। নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করলে মৃত রাজিয়া সুলতানের মেয়ে সাবিয়া সুলতানাসহ সেখানে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে নির্বাচনে অংশ নেয়। ভোট গণনা শেষে মা এর স্থানে বিজয় লাভ করে মেয়ে সাবিয়া সুলতানা। নির্বাচনে সাবিয়া সুলতানা চশমা প্রতীকে ৩ হাজার ৯৯৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পারভীন নাজ। আনারস প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩ হাজার ৪৯৯। শ্রীনগরে রিনা স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শ্রীনগর উপজেলার ২নং হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনে উপ নির্বাচন বিজয়ী হয়েছেন রিনা মোল্লা। সংরক্ষিত আসনটিতে রিনা মোল্লা বই প্রতীক, ছাবেরা সুলতানা রিয়া মাইক প্রতীক ও কামরুন নাহার তাল গাছ প্রতীক নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বেপারীপাড়া মাদ্রাসা, মধ্য হাঁসাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঢালীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার স্বপন সাহা জানান, ভোট গণনা শেষে রিনা মোল্লা বই মার্কায় ৯২২ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাবেরা সুলতানা রিয়া মাইক মার্কায় পেয়েছেন ৬১৪ ভোট। ভূঞাপুরে স্বতন্ত্র প্রার্থী সংবাদদাতা ভূঞাপুর, টাঙ্গাইল থেকে জানান, অলোয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মোঃ রহিচ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল প্রতীক) ৫ হাজার ৮শ’ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মর্তুজ আলী (নৌকা প্রতীক) পেয়েছেন ৪ হাজার ৫শ’ ৪৮ ভোট। উল্লেখ্য, গত ১৬ জুন এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম সরকারের মৃত্যুতে পদটি শূন্য হয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাবেল জয়ী স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, গোলাপগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাবেল। বেসরকারীভাবে প্রাপ্ত হিসাবে রাবেল পেয়েছেন ৪০১৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩৯২০ ভোট। ফলে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে আবারও বিজয়ী হলেন বিদ্রোহী প্রার্থী। এর আগে সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পাপলুকে পরাজিত করে বিজয়ী হন সিরাজুল জব্বার চৌধুরী।
×