ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাস করেছেন দশ হাজার ১০৭ জন

প্রকাশিত: ০৬:৩৪, ৪ অক্টোবর ২০১৮

ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাস করেছেন দশ হাজার ১০৭ জন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৩.৪ শতাংশ পরীক্ষার্থী ভর্তিযোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। মোট পাস করেছেন ১০ হাজার ১১৭ জন। এর মধ্যে বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ১৭৫০ জন ভর্তির সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ আখতারুজ্জামান বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন ও ক-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মোঃ আব্দুল আজিজ, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরীক্ষার বিস্তারিত ফল ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইটে জানা যাবে। তাছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে উট কঅ <ৎড়ষষ হড়> টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি এসএমএস-এ ফল জানা যাবে। উত্তীর্ণরা ১৭ অক্টোবর বিকেল ৩টা থেকে ৩১ অক্টোবর বিকেল ৩টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন।
×