ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু আজ

প্রকাশিত: ০৬:৩৩, ৪ অক্টোবর ২০১৮

তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ দেশে অষ্টমবারের মতো ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার শুরু হচ্ছে আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ ফেয়ার চলবে শনিবার পর্যন্ত। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভলপমেন্ট, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটরস এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল এ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আয়োজকরা জানান, আজ সকাল সাড়ে ১০টায় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, মিনিস্ট্রি অফ সিভিল এ্যাভিয়েশন এ্যান্ড ট্যুরিজমের চেয়ারম্যান কর্নেল (অব.) ফারুক খান এ মেলার উদ্বোধন করবেন। তারা বলেন, দেশ বিদেশের বিভিন্ন ট্যুরিজম ও হসপিটালিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ ট্যুরিজম বিশেষজ্ঞ ও ব্যক্তিরা এবারও মেলায় অংশ নিবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের পর্যটন বিষয়ক তথ্যবলী উপস্থাপনাসহ মেলা উপলক্ষে ভ্রমণ টিকিটে মূল্য ছাড় দিবে। মেলায় দেশের পর্যটনশিল্পে উন্নয়নের স্বার্থে বিশেষ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিআইটিএফ-এর প্রধান নির্বাহী রেজাউল একরাম, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারউজ্জামান খান কবির।
×