ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনিয়া-রাহুল প্লেট ধুলেন

প্রকাশিত: ০৬:১১, ৪ অক্টোবর ২০১৮

সোনিয়া-রাহুল প্লেট ধুলেন

ভারতের গান্ধী আশ্রমে খাওয়ার পর প্লেট ধুতে দেখা গেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে। ঘটনাটি ভারতের মহারাষ্ট্রের ওয়ার্ধার। মধ্যাহ্নভোজনে অংশ নেয়া বাকি কংগ্রেস নেতা-নেত্রীরাও একই পথ অনুসরণ করেন। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ওয়ার্ধায় মিলিত হয়েছিলেন কংগ্রেসের পদস্থ নেতারা। ওয়ার্ধার সেবাগ্রাম আশ্রমে জীবনের শেষ কয়েক বছর কাটিয়েছিলেন মহাত্মা গান্ধী। এই আশ্রমে যাতায়াত ছিল রাজীব গান্ধীরও। ১৯৮৬ সালে সেখানে বৃক্ষরোপণ করেছিলেন রাজীব। মঙ্গলবার তারই পাশে বৃক্ষরোপণে অংশ নেন রাহুল। এর আগেও ২০১৪ সালে এই আশ্রমে এসেছিলেন রাহুল গান্ধী। ওয়ার্ধা থেকে সেবাগ্রাম আশ্রমের দূরত্ব প্রায় ১০ কি.মি.। গান্ধীজীর ১৪৯তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল কংগ্রেসের তরফে। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও। কংগ্রেসের পদযাত্রাতেও অংশ নেন রাহুল। -ওয়ান ইন্ডিয়া অনলাইন অবলম্বনে
×