ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালদীঘিতে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

প্রকাশিত: ০৬:১০, ৪ অক্টোবর ২০১৮

লালদীঘিতে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে বিএনপি লালদীঘি ময়দানে আজকের সমাবেশ অনুষ্ঠানের অনুমতি পায়নি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষে দলটিকে তাদের নগর শাখা কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে নগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন জানিয়েছেন, এরপরও তারা লালদীঘি ময়দান অথবা কাজির দেউড়ি মোড়ে সমাবেশ করার জন্য আবেদন করেছে এবং সেটা আগামী ১০ অক্টোবর। এ ব্যাপারে সিএমপি কর্তৃপক্ষ এ নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। উল্লেখ্য, ১০ অক্টোবর ‘২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা নিয়ে মামলার রায়ের দিন ধার্য রয়েছে। রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, যেহেতু একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের দিন আগামী ১০ অক্টোবর ওই দিন দেশব্যাপী পুলিশী কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবত থাকবে। বিএনপি তাদের অপরাজনীতির কৌশল হিসেবে ওইদিন সমাবেশ করার অনুমতি চেয়েছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে সিএমপি কমিশনার মাহবুবর রহমান জানিয়েছেন, এ বিষয়ে কোন আবেদন পাওয়া গেলে পরবর্তীতে তা নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করা হবে। এদিকে, আগামী ৮ অক্টোবর লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। দলের পক্ষে এ সমাবেশটি বড় আকারে করার জন্য সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে। দলের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এবং কোষাধ্যক্ষ ও চউক চেয়ারম্যান আবদুচ ছালাম সমাবেশ সফল করার জন্য প্রতিদিন বিভিন্ন স্থানে প্রস্তুতিমূলক সমাবেশ করে চলেছেন। মূলত এ সমাবেশ আগামী একাদশ সংসদ নির্বাচন কেন্দ্রিক। দলের পক্ষে যাদের মনোনয়ন দেয়া হবে তাদের জিতিয়ে আনার লক্ষ্যে প্রচারণারই অংশ। জানতে চাওয়া হলে মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, নির্বাচনী বৈতরণী পার হতে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি অর্জন করতে হবে। অতি দ্রুততম সময়ে দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন নিশ্চিত করতে হবে। অপরদিকে, আবদুচ ছালাম জানান, আগামী নির্বাচনে চট্টগ্রামের প্রতিটি আসনে অনেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী। দলীয় হাইকমা- মনোনয়ন নিশ্চিত করবে। এতে যাকেই যে আসনে মনোনয়ন দেয়া হবে তাদের জয়ী করে আনার লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ৮ অক্টোবর লালদীঘির সমাবেশে দলের পক্ষ থেকে আমরা চট্টগ্রাম মহানগর ও জেলার ১৬ আসনের ভোটারদের এমন বার্তাই দেব। তিনি আরও জানান, এ সমাবেশে ব্যাপক জনসমাগম যাতে ঘটে সে লক্ষ্যে দলের কার্যক্রম চলছে। বর্তমান সরকারের আমলে চট্টগ্রামের যে দৃশ্যমান উন্নয়ন হয়েছে তার বিপরীতে আগামী নির্বাচনে এর নিশ্চিত প্রতিফলন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
×