ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদার চিকিৎসার নির্দেশ চেয়ে দায়ের রিটের শুনানি শেষ, আজ আদেশ

প্রকাশিত: ০৬:০৮, ৪ অক্টোবর ২০১৮

খালেদার চিকিৎসার নির্দেশ চেয়ে দায়ের রিটের শুনানি শেষ, আজ আদেশ

স্টাফ রিপোর্টার ॥ দেশের যে কোন বিশেষায়িত হাসপাতালে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে দায়ের রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ঠিক করেছে হাইকোর্ট। এদিকে সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ সাত নেতার আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বেসিক ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও গুলশান শাখার ব্যবস্থাপক শিপার আহমেদের জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। লঞ্চের ধাক্কায় এক পা হারানো তানভীর হাসান নাঈমকে (১৩) পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে যুবরাজ-২ লঞ্চের মালিক মোঃ রাসেল হোসেনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে। দেশের বিভিন্ন ইউএনও অফিসে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ২৮ চালকের চাকরি স্থায়ীকরণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ দিয়েছে। বেগম জিয়ার চিকিৎসার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি বিষয়ে আদেশ দেয়া হবে আজ বৃহস্পতিবার। বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য দিন ধার্য করে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র এ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে, গত ৯ সেপ্টেম্বর সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন খালেদা জিয়ার আইনজীবীরা। রিটে কারা কর্তৃপক্ষকে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়। মির্জা ফখরুলসহ ৭ জনের আগাম জামিন ॥ সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ সাত নেতার আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সংশ্লিষ্ট মামলায় পুলিশ প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত তাদের আগাম জামিন দেয়া হয়। জামিন সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে বুধবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। বিএনপি নেতাদের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার মওদুদ, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। জামিন পাওয়া অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জামিনের পর এ্যাডভোকেট জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, নাশকতার অভিযোগ দায়ের করা মামলায় বিএনপির শীর্ষ নেতাদের পক্ষে করা জামিন আবেদনে উভয়পক্ষের সাবমিশন শুনেছেন। এরপর এ মামলায় পুলিশের প্রতিবেদন দেয়ার ৪ সপ্তাহ পর তারা আত্মসমর্পণ করবেন। অর্থাৎ পুলিশের প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তারা জামিনে থাকবেন। এর আগে গত ১ অক্টোবর হাতিরঝিল থানায় সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। জামিন খারিজ ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বেসিক ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক ও গুলশান শাখার ব্যবস্থাপক শিপার আহমেদের জামিন আবেদনের বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তার জামিন আবেদনের ওপর জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে শিপার আহমেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন ও এ কে এম আমিন উদ্দিন। আর দুদকের পক্ষে ছিলেন কামরুন্নেসা রতœা। পরে একেএম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ৬৮ কোটি ৮১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় শিপার আহমেদসহ ৭ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২১ সেপ্টেম্বর মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন। এ মামলায় শিপার আহমেদ জামিনের আবেদন করলে হাইকোর্ট গত ২৮ ফেব্রুয়ারি রুল জারি করে। বুধবার ওই রুল খারিজ করে দেয় আদালত। এর ফলে তার জামিন আবেদন খারিজ হয়ে গেছে। তিনি জানান, বেসিকের এ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ২২ মামলা রয়েছে। তিনি বর্তমানে কারাবন্দী আছেন। ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ ॥ লঞ্চের ধাক্কায় পা হারানো জনৈক তানভীর হাসান নাঈমকে (১৩) পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে যুবরাজ-২ লঞ্চের মালিক রাসেল হোসেনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে, ক্ষতিপূরণের টাকা প্রদান করা হয়েছে কিনা ১৫ দিনের মধ্যে তা জানাতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে সঙ্গে রুলও জারি করেছে আদালত। এ ছাড়া নৌপথে যাতায়াতকারীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ কেন দেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব ও বিআইডাব্লিউটিএ এর চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিটের শুনানি নিয়ে বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন খালেদ মাহমুদুর রহমান আদনান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিটটি করেন হযরত আলী গাজী।
×