ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাভানোর পক্ষে ট্রাম্পের ফের সাফাই

প্রকাশিত: ০৬:০১, ৪ অক্টোবর ২০১৮

কাভানোর পক্ষে ট্রাম্পের ফের সাফাই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে নওজোয়ানরা ‘খুবই কঠিন’ আর ‘ভীতিকর’ সময় পাড়ি দিচ্ছে। মি টু হ্যাশট্যাগ আন্দোলনের মুখে নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত তারা দোষী হয়ে থাকছে। সুপ্রীমকোর্টের বিচারপতি পদে নিজের মনোনীত ব্রেট কাভানার পক্ষে সাফাই গেয়ে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন। খবর বিবিসির। কাভান সম্প্রতি কয়েকজন নারীর কাছ থেকে তার বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের অভিযোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছেন। সিনেটের শুনানিতে উৎরে গেলেও তাকে এখন এফবিআইয়ের তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই তদন্তে দোষী না হলে সিনেটে ভোট হবে, তারপরই বিচারক হিসেবে নিয়োগ পাবেন তিনি। তদন্তে কোনো হস্তক্ষেপ করা হবে না বলে জানালেও ট্রাম্প শুরু থেকেই ৫৩ বছর বয়সী কাভানার প্রতি তার সমর্থনের কথা ব্যক্ত করে আসছেন। কাভানার নিয়োগ নিশ্চিত হলে মার্কিন সর্বোচ্চ আদালতে রক্ষণশীলদের অবস্থান আরও সুসংহত হবে। মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, অভিযোগ উঠলেই কেউ দোষী হয়ে যায় না। সারাজীবন শুনে এসেছি, যতক্ষণ পর্যন্ত দোষ প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নির্দোষ। আর এখন, যতক্ষণ নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারছেন, ততক্ষণ আপনি দোষী, বলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন তরুণদের জন্য খুবই ভীতিকর সময় যাচ্ছে, যেখানে ‘হয়তো দোষ না করেও আপনি দোষী হয়ে যেতে পারেন’, মন্তব্য তার। তদন্তে কি উঠে আসে তার জন্য অপেক্ষা করছেন জানিয়ে ট্রাম্প বলেছেন, এফবিআই ছাড়পত্র দিলে সিনেটের ভোটেও ক্যাভানো উৎরে যাবেন বলেই আশাবাদী তিনি।
×