ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাহরাম সালিহ ইরাকের নতুন প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৬:০১, ৪ অক্টোবর ২০১৮

বাহরাম সালিহ ইরাকের নতুন প্রেসিডেন্ট

বর্ষীয়ান কুর্দি রাজনীতিবিদ বাহরাম সালিহকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন ইরাকের আইনপ্রণেতারা। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ খবর নিশ্চিত করে জানায়, বিলম্বিত হওয়া ভোটে প্রতিদ্বন্দ্বী ফুয়াদ হুসেইনকে ২১৯-২২ ভোটে পরাজিত করেন তিনি। খবর ইরনার। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে কুর্দি নেতা সালিহ ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী এবং ইরাকের কেন্দ্রীয় সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইরাকের প্রধান দুই কুর্দি দল কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের আইনপ্রণেতারা একক প্রার্থীর বিষয়ে সম্মত হতে না পারার কারণে মঙ্গলবার ভোটগ্রহণ বিলম্বিত হয়। মনোনীত ২০ জন প্রার্থীর মধ্যে থেকে একজনকে বেছে নিতে গিয়ে ওই মতবিরোধ দেখা দেয়। উল্লেখ্য, ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর কার্যকর করা অনানুষ্ঠানিক চুক্তি অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট হবেন একজন কুর্দি, প্রধানমন্ত্রী হবেন একজন শিয়া এবং পার্লামেন্টের স্পীকার হবেন একজন সুন্নি।
×