ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আকাশে উড়বে নৌকা

প্রকাশিত: ০৬:০০, ৪ অক্টোবর ২০১৮

আকাশে উড়বে নৌকা

নৌকা পানিতে ভাসে আর তাতে পাড়ি দেয়া যায় নৌপথ বা সমুদ্রপথ। এটাই জানা ছিল এতদিন। কিন্তু এবার এমন এক নৌকা এসেছে যা কিনা উড়তে পারে আকাশেও! এ নৌকায় শুধু পানিপথ নয়, পাড়ি দেয়া যাবে আকাশপথও। বিশ্বের বিস্ময়কর সব বাহনের মধ্যে এবার যোগ হলো এ ‘উড়ন্ত নৌকা’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নৌকার ছবি ও ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। রাবারের তৈরি নৌকাটি খুব দ্রতই পানি থেকে আকাশে উড়তে পারবে। আকাশে উড়তে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড! ব্যতিক্রমধর্মী এ যানটি নির্মাণে সাহায্য করেছে পোলারিস মোটর লিমিটেড ও লোমাক নওটিকা। নৌকাটির নাম রাখা হয়েছে ‘ফ্লাইয়িং ইনফ্ল্যাটেবল বোট। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, এফআইবি চালানো শেখা যাবে খুব সহজেই। দুই অথবা তিন ঘণ্টা চর্চা করলেই এ যানটি পাইলটিং করতে পারবেন যে কেউ। নদী, লেক, জলাভূমি, সাগর এমনকি গভীর সাগরেও এটি ব্যবহার করা যাবে। এ্যাডভেঞ্চার ভালবাসেন এমন মানুষদের জন্য এটি হতে পারে দারুণ একটি পরিবহন। কেননা জলাশয় কিংবা সমুদ্রে পানিপথ পাড়ি দিতে দিতেই আকাশপথেও ঘুরে আসতে পারবেন এতে। এফআইবি নামের এ নৌকাটি তিনটি অংশে তৈরি করা হয়েছে। এর একটি অংশ হলোÑ সাধারণ নৌকার মতো অংশ, ইঞ্জিন ও পাখা। এর সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৫০ মাইল। টেক ক্রাঞ্চ অবলম্বনে।
×