ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চাকায় ত্রুটি নিয়েও ওসমানীতে নামল বিমান

প্রকাশিত: ০৫:৫৮, ৪ অক্টোবর ২০১৮

চাকায় ত্রুটি নিয়েও ওসমানীতে নামল বিমান

স্টাফ রিপোর্টার ॥ চাকায় ত্রুটি থাকা সত্ত্বেও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্যাশ-৮ উড়োজাহাজ। বুধবার ঢাকা থেকে টেক অফের সময় পেছনের ল্যান্ডিং গিয়ারের একটি চাকার রাবারের গ্রিপার পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, ফ্লাইটটি ৬৩ জন যাত্রী নিয়ে বুধবার বিকেল ৪টায় ঢাকা ছেড়ে যায়। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় সিলেটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ারের একটি চাকার রাবারের গ্রিপার পড়ে যায়। রানওয়েতে চাকার রাবারের গ্রিপার দেখতে পেয়ে শাহজালাল বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী বিমানবন্দরকে জানানো হয়। বিমানটি সিলেটে পৌঁছালে পাইলটকে বিষয়টি জানায় ওসমানী বিমানবন্দরের টাওয়ার। এরপরই বিমানটি নিরাপদে অবতরণ করান পাইলট। এ সময় যাতে কোন ধরনের অঘটন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়। রাতে ঢাকা থেকে একটি ভাল চাকা পাঠানোর প্রস্তুতি চলছিল। সেটা লাগানোর পরই ওই ফ্লাইট আবার ঢাকায় ফিরে আসার কথা। এদিকে সিলেট অফিস জানায়, বুধবার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০১ নং ফ্লাইটটি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই উড়োজাহাজ। বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে ফ্লাইটটি ল্যান্ডিংয়ের সময় সমস্যায় পড়ে। ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬০১ নং ফ্লাইটটি ৬৫ যাত্রী নিয়ে সিলেটে আসে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানের (উড়োজাহাজ) ল্যান্ডিং চাকায় সমস্যা দেখা দেয়। বিষয়টি যাত্রীদের অবহিত করেন পাইলট। ওই সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কান্নাকাটি শুরু হয় যাত্রীদের মধ্যে। বিমানের পাইলট দক্ষতার সঙ্গে দুইবারের চেষ্টায় জরুরী অবতরণ করতে সক্ষম হন। তবে কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
×