ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোটা বাতিল অনুমোদন

ইতিবাচক হিসেবে দেখছেন সংস্কার আন্দোলন নেতৃবৃন্দ

প্রকাশিত: ০৫:৫৭, ৪ অক্টোবর ২০১৮

ইতিবাচক হিসেবে দেখছেন সংস্কার আন্দোলন নেতৃবৃন্দ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ মন্ত্রিপরিষদে সরকারী চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিলের অনুমোদন দেয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন কোটা সংস্কারের আন্দোলনের নেতারা। তবে প্রজ্ঞাপন ছাড়া বাকি দুই দফা দাবি আদায়ে কর্মসূচীর ঘোষণা আসবে বলে জানিয়েছেন তারা। জানতে চাইলে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর বলেন, কোটা বাতিল সরকারের কাজের একটা অগ্রগতি। তাদের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখব। তবে আমরা তো শুধু প্রজ্ঞাপনের জন্য আন্দোলন করিনি যে, প্রজ্ঞাপন দিলেই আন্দোলন শেষ। আমরা তিনটা দাবি স্পষ্ট বলেছি, ছাত্রদের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা দেয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে। সন্ত্রাসীরা সারাদেশে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে হামলা করেছে তাদের বিচার করতে হবে এবং ছাত্ররা যে সংস্কারের আলোকে আন্দোলন করেছিল তারই আলোকে প্রজ্ঞাপন দিতে হবে। তিনি আরও বলেন, আমরা সংস্কার চেয়েছিলাম, সরকার তা বাতিল করে দিয়েছে। এটা তাদের কাজের একটা অগ্রগতি। কিন্তু আমাদের যে আরও দুটি দাবি রয়েছে সে বিষয়ে কিছু বলেনি। এদিকে অনেক জায়গায় বলা হচ্ছে, রাষ্ট্রের প্রয়োজনে আবার কোটা ব্যবস্থা ফিরিয়ে আনা হতে পারে। এ অবস্থায় ছাত্ররা একটা ধোঁয়াশার মধ্যে আছে। আমরা স্পষ্টভাবে তিনটি দাবি জানিয়েছি। সে দাবি মেনে নিলেও তা স্পষ্টভাবে আমাদের জানানো হোক। প্রজ্ঞাপন ছাড়াও যে দুটি দাবি রয়েছে সে বিষয়েও স্পষ্ট কথা বলুক। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, আমরা শুরু থেকেই কোটা সংস্কারের দাবি জানিয়ে আসছিলাম। যে কোটার একটা যৌক্তিক সহনীয় সংস্কার। এ আন্দোলন পুরো ছাত্রসমাজের। এটা শুধু কেন্দ্রীয় কমিটি বা একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় কলেজের আন্দোলন তা নয়। দ্রুত সংবাদ সম্মেলন করে আমরা আমাদের বক্তব্য জানাব।
×