ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন সারফেইস ডিভাইস উন্মোচন করেছে মাইক্রোসফট

প্রকাশিত: ০৫:০০, ৪ অক্টোবর ২০১৮

নতুন সারফেইস ডিভাইস উন্মোচন করেছে মাইক্রোসফট

গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত হার্ডওয়্যার ইভেন্টে নতুন সারফেইস ডিভাইস উন্মোচন করেছে মাইক্রোসফট। নতুন সারফেইস প্রো ৬ ট্যাবলেট, সারফেইস ল্যাপটপ ২, সারফেইস স্টুডিও ২ এবং সারফেইস হেডফোনস দেখানো হয়েছে এই অনুষ্ঠানে। বাহ্যিক দিক থেকে আগের বছরের সারফেইস প্রোর সঙ্গে অনেকটাই মিল রয়েছে সারফেইস প্রো ৬-এ। তবে ডিভাইসটির ভেতরের স্পেসিফিকেশনে পরিবর্তন আনা হয়েছে অনেক। আগের চেয়ে ৬৭ শতাংশ দ্রুত কাজ করবে নতুন সারফেইস প্রো-৬। ডিভাইসটি আগের চেয়ে কম গরম হবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আর আগের চেয়ে বেশি নির্ভরশীলও হবে নতুন ডিভাইসটি। অষ্টম প্রজন্মের ইনটেল প্রসেসর ব্যবহার করা হয়েছে সারফেইস প্রো ৬-এ। ডিভাইসটির ব্যাটারি ১৩.৫ ঘণ্টা চলবে বলে দাবি করেছে মাইক্রোসফট। নতুন কালো রং যোগ হয়েছে সারফেইস প্রো ৬ লাইনআপে। কিবোর্ড ছাড়াই ডিভাইসটির বাজার মূল্য শুরু হচ্ছে ৮৯৯ মার্কিন ডলার থেকে। -অর্থনৈতিক রিপোর্টার
×