ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

প্রকাশিত: ০৪:৫৯, ৪ অক্টোবর ২০১৮

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে তেলের দাম। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৮৫ দশমিক ৫ ডলারে। রয়টার্স জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারির পর থেকেই জ্বালানি তেলের দাম বাড়ছে। গেল দুই মাসে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। একই সময়ের মধ্যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট- ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে; যা ব্যারেল প্রতি ৭৫ দশমিক ৫৫ ডলারে বিক্রি হচ্ছে। অপরিশোধিত তেলের দাম আরও বেড়ে চলতি বছরের মধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে এই খাতের বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো।
×