ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৪:৫৫, ৪ অক্টোবর ২০১৮

অ ন ্য র ক ম

সাগরতলে সবচেয়ে বড় রেস্তরাঁ নরওয়েতে প্রায় সাড়ে ১৬ ফুট পানির নিচে ‘আন্ডার’ নামে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্রতলের রেস্টুরেন্ট। যার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সম্পূর্ণ কাজ শেষ হলে এতে ১০০ জন অতিথি একইসঙ্গে প্রবেশ করতে পারবেন। মোট ৫ হাজার ৩০০ স্কয়ার ফিট জায়গার ওপর নির্মিত ৩টি ফ্লোর বিশিষ্ট এই রেস্টুরেন্ট থেকে ৩৬ ফিট গভীর সমুদ্রতলের পরিবেশ উপভোগ করা যাবে। ইউরোপের প্রথম সমুদ্রতলের এই রেস্টুরেন্ট লম্বায় ১১০ ফুট। ধারণা করা হচ্ছে, ২০১৯ সালের বসন্তে আনুষ্ঠানিকভাবে এই রেস্টুরেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। নরওয়ের এই রেস্টুরেন্টকে সাগরতলের রেস্টুরেন্ট বলা হলেও এর কাঠামোর কিছু অংশ পানির ওপরেও রয়েছে। তবে বেশিরভাগটিই পানির নিচে। অতিথিরা রেস্টুরেন্টে প্রবেশ করবেন কাচের তৈরি একটি রাস্তা দিয়ে। -সিএনএন
×