ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্যারিসে বোমা হামলার চেষ্টা ॥ নেপথ্যে ইরান

প্রকাশিত: ০৪:৫৩, ৪ অক্টোবর ২০১৮

প্যারিসে বোমা হামলার চেষ্টা ॥ নেপথ্যে ইরান

চলতি বছর জুনে প্যারিসে একটি ব্যর্থ হামলা চেষ্টার নেপথ্যে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় ছিল বলে ফ্রান্স দাবি করেছে। মুজাহিদিনে খালক (এম ই কে) নামে ইরানের একটি সরকার বিরোধী গ্রুপের র‌্যালি টার্গেট করে বোমা হামলা চালানোর ওই চেষ্টা ব্যর্থ হয়েছিল। এ ঘটনায় একজন ইরানী কূটনীতিকসহ ছয়জনকে আটক করা হয়েছে। গার্ডিয়ান। ফ্রান্সের কূটনৈতিক সূত্র মঙ্গলবার বলেছে, তারা মনে করে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এমইকে’র র‌্যালিতে হামলার নির্দেশ দিয়েছিলেন। তার নাম সাইদ হাশেমি মোগাদাম বলে ফরাসী সূত্রে উল্লেখ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত একজন ইরানী কূটনীতিক জুলাইতে জার্মানিতে আটক হয়েছেন বলে বেলজিয়ামের কর্তৃপক্ষ জানিয়েছে। ওই কূটনীতিক অস্ট্রিয়ায় তেহরান মিশনে কাজ করতেন। একই ঘটনায় ইরান ঘনিষ্ঠ এক বেলজিয়াম দম্পতিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আসাদুল্লাহ আসাদি নামে এক ইরানী কূটনীতিককে বিচারের জন্য মঙ্গলবার জার্মানি থেকে বেলজিয়ামে পাঠানো হয়েছে। বেলজিয়ামের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেলজিয়াম দম্পতির সঙ্গে থাকা ব্যাগে ৫শ’ গ্রাম টিএটিপি বিস্ফোরক ও ডিটোনেটর পাওয়া গেছে। ফ্রান্স মঙ্গলবার বলেছে, ইরানের গোয়েন্দাদের হয়ে কাজ করার জন্য আসাদি ও মোগাদামের সম্পত্তি জব্দ করা হয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্র, অর্থনৈতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়েল যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ভিলিপিন্তিতে ৩০ জুন বোমা হামলার যে ব্যর্থ চেষ্টা করা হয় তা ছিল আমাদের ভূ-খ-ে একটি গুরুতর অপরাধ সংঘটনের পরিকল্পনা, একে কোন জবাব ছাড়া ছেড়ে দেয়া যায় না।’ বিবৃতিতে আরও বলা হয় যে কোন রকম পূর্ব ধারণার বর্শবর্তী না হয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে। ফ্রান্স যথাযথ প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে আসাদি ও মোগাদামের সম্পত্তি জব্দ করা হয়েছে। সম্পত্তি জব্দ করার খবর মঙ্গলবার ফ্রান্সের অফিসিয়াল জার্নালে প্রকাশিত হয়। এর মেয়াদ হবে ছয় মাস। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লেদ্রিয়া বলেছেন, বোমা হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রতি আমাদের আরও কঠোর প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল। ইরান অভিযোগ অস্বীকার করে বলেছে, ফ্রান্সসহ অন্যান্য ইউরোপীয় দেশের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত চেষ্টা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সেদেশের কূটনীতিক আটকের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছে।
×