ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জাহিদুর রহমান

অল্পতেই রক্ষা

প্রকাশিত: ০৪:৪৬, ৪ অক্টোবর ২০১৮

অল্পতেই রক্ষা

ডেঙ্গু শব্দটি বিগত কয়েক বছর যাবত বেশি বেশি শোনা যাচ্ছে। তবে শব্দটি এমনভাবে উচ্চারিত হচ্ছে মনে হয় যেন এটি নতুন। আসলে কি তাই? এটি নিশ্চয়ই নতুন কোনো রোগ নয়। এই জ্বর বহু আগে থেকেই ছিল। পূর্বেকার সময় থেকেই এই রোগটি আমাদের সমাজে ছিল। সামান্য সচেতন থাকার ফলে এই রোগ আমাদের মধ্যে ব্যাপক বিস্তার ঘটাতে পারে নি। বর্ষা যখন আসে তার সাথে নিয়ে আসে ডেঙ্গু এবং নানান রকমের পানিবাহিত রোগ। এবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষণীয় মাত্রায় বেড়ে দাঁড়িয়েছে। আমাদের অসচেতনতার কারণেই ছড়িয়ে পড়ে ডেঙ্গুর মত রোগ। আসুন নিজে সচেতন হই, প্রথমেই বাড়ির ছাদে যাব। ফুলের টবে জমে থাকা পানি ফেলে দিবো। বাড়ির পাশে ময়লা আবর্জনা অপসারণ, ঝাড়জঙ্গল কেটে ফেলতে হবে যাতে করে মশা তার বংশ বিস্তারে উপযুক্ত পরিবেশ না পায়। ডেঙ্গুর জীবাণু ছড়ায় মশার মাধ্যমে আর সে মশা বংশ বিস্তার করে আপনার আমার বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা, নর্দমা, নালা ও বদ্ধ ড্রেন থেকে। ড্রেনের পানি যদি চলমান থাকে তবে ডেঙ্গুর জীবাণুবাহী মশার বংশ বিস্তার ঘটানো সম্ভব নয়। মূল কথা সামান্য সচেতনতা আর বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুব সহজেই বর্তমান সময়ের মহামারি ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারি। আবারও বলি, ডেঙ্গুর সংক্রমণ বা আক্রমণ থেকে আমরা অল্পতেই পেতে পারি রক্ষা। শুধু নিজে একটু উদ্যোগী হতে হবে। সচেতন হতে হবে। সক্রিয় হতে হবে। কাপাসিয়া, গাজীপুর থেকে
×