ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪ কমিশনারকেও সব জানানোর নির্দেশ

প্রকাশিত: ০৮:১৬, ৩ অক্টোবর ২০১৮

৪ কমিশনারকেও সব জানানোর নির্দেশ

বিডিনিউজ ॥ নির্বাচন কমিশন সচিবালয়ের সব কার্যক্রম পরিচালনায় আইন ও বিধিমালা অনুসরণের নির্দেশ দেয়া হয়েছে। এর ফলে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য নির্বাচন কমিশনারদের কাছেও সব বিষয়ে নথি উপস্থাপন করতে হবে ইসি সচিবালয়কে। ইসি সচিবালয়ে ‘একক কর্তৃত্ব’ নিয়ে কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসিতে প্রশ্ন ওঠার পর মঙ্গলবার কমিশনের এ অফিস আদেশ জারি হয় ইসি সচিবালয় থেকে। অভিযোগ উঠেছিল, ইসি সচিবালয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব ছাড়া অন্য নির্বাচন কমিশনারকে জানানো হয় না। কিছু কিছু কার্যক্রমে ‘বিধি-বিধানের ব্যত্যয় ঘটেছে’ উল্লেখ করে চার নির্বাচন কমিশনার সম্প্রতি ‘আন-অফিসিয়াল (ইউও) নোট’ও দেন। সরকারের ইঙ্গিতে ইসি সচিবালয় কমিশনের তোয়াক্কা না করে কাজ করছে বলে অভিযোগ আসে বিএনপির কাছ থেকেও। এই প্রেক্ষাপটে মঙ্গলবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোঃ শাহ আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ‘ইসি সচিবালয়ের সব কার্যক্রম পরিচালনায় বিভিন্ন বিধি-বিধান, রীতি, পদ্ধতি প্রচলিত রয়েছে। ‘সচিবালয়ের কিছু কিছু কার্যক্রমে ইসি সচিবালয় আইন ও কার্যপ্রণালী বিধিমালার বিধি বিধানের ব্যত্যয় ঘটেছে, যা ৪ নির্বাচন কমিশনারের নজরে এসেছে। এ সংক্রান্ত বিধি-বিধান প্রতিপালন করে ইসি সচিবালয়ের সব কাজ পরিচালনার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।’
×