ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সর্বাত্মক সহায়তার প্রস্তুত

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর টেলিফোন

প্রকাশিত: ০৭:৫৮, ৩ অক্টোবর ২০১৮

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর টেলিফোন

বিডিনিউজ ॥ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইন্দোনেশিয়ায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত বলে সে দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদোকে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে মৃতের সংখ্যা ১৩শ’ জন ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে সমবেদনা জানিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা আর জোকো উইদোদোর মধ্যে ১০ মিনিট কথা হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্দোনেশিয়া একা নয়; বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে’। এ মুহূর্তে ইন্দোনেশিয়ার কী ধরনের সাহায্য প্রয়োজন, তা তিনি জানাতে বলেছেন। বাংলাদেশ এ দুর্যোগে ইন্দোনেশিয়ার সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত। প্রধানমন্ত্রী ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ার জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রত সুস্থতা কামনা করেন।
×