ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশের ১৫ সুগার মিলসহ সুগার কর্পোরেশনের প্রায় ৫শ’ কোটি টাকা বকেয়া

প্রকাশিত: ০৬:৪৭, ৩ অক্টোবর ২০১৮

দেশের ১৫ সুগার মিলসহ সুগার কর্পোরেশনের প্রায় ৫শ’ কোটি টাকা বকেয়া

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ পাবনা সুগার মিলের ৭শ’ শ্রমিক-কর্মচারীর পাঁচ মাসের বেতন, গ্র্যাচুইটি ও জিপিএফ ফান্ডের প্রায় ১০ কোটি টাকাসহ দেশের ১৫টি সুগার মিলসহ সুগার কর্পোরেশনের প্রায় ৫’শ কোটি টাকা বকেয়া থাকায় শ্রমিক-কর্মচারীদের নাভিশ্বাস অবস্থার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সকল মিলসহ সুগার কর্পোরেশনের কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি কর্পোরেশনকে চাঙ্গা করার পদক্ষেপ নেয়া হয়। তারই অংশ হিসেবে কর্পোরেশনের সুযোগ্য চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এফসিএ সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের নিকট ৫শ’ কোটি বরাদ্দের আবেদন করেন। কিন্তু অর্থ মন্ত্রণালয় সে আবেদন নাকচ করে দেয়ায় পুরো কর্পোরেশন এবং সকল মিলের শ্রমিক কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন। পাবনা সুগার মিলসহ সকল মিলের প্রায় ২০ হাজার শ্রমিক-কর্মচারী গত পাঁচ মাস বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। পাবনা সুগার মিলের সিবিএ সভাপতি ও বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইব্রাহিম হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। শিল্পবান্ধব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পাঁচ মাসের বেতন, গ্র্যাচুইটি ও জিপিএফ ফান্ডের টাকা বকেয়া থাকায় আওয়ামী লীগের কর্মীরা দুর্বল ও হতাশ হয়ে পড়েছেন। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে জীবন যাপনকারী শ্রমিক-কর্মচারীদের জন্য নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করাও কঠিন হয়ে পড়বে। ইব্রাহিম হোসেন সকল মিলসহ সুগার কর্পোরেশনকে সচল রাখার স্বার্থে এবং শিল্পবান্ধব আওয়ামী লীগ সরকারের সুনাম রক্ষা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিতকল্পে ২০ হাজার শ্রমিক কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
×