ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই কোম্পানির স্থগিতাদেশ প্রত্যাহার একটির বহাল

প্রকাশিত: ০৬:৪৪, ৩ অক্টোবর ২০১৮

দুই কোম্পানির স্থগিতাদেশ প্রত্যাহার একটির বহাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়্যারের লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই কোম্পানি দুইটিকে স্পট মার্কেটে স্থানান্তর করা হয়েছে। আর মুন্নু জুট স্টাফলার্সের লেনদেনে স্থগিতাদেশ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচিত কোম্পানিগুলোর লেনদেন গত ১৬ আগস্টের ৩০ দিনের জন্য স্থগিত করেছিল কমিশন। যা ১৯ আগস্ট থেকে কার্যকর ছিল। এবং ওই মেয়াদ শেষ হওয়ার আগেই গত ১৬ সেপ্টেম্বর নিয়ন্ত্রণ সংস্থা এসব কোম্পানির লেনদেন স্থগিতের সময় ১৫ দিন বাড়ায়। আর মঙ্গলবার বিডি অটোকার্স ও লিগ্যাসি ফুটওয়্যারকে স্পটে স্থানান্তর ও মুন্নু জুট স্টাফলার্সের লেনদেন স্থগিতে আরও ১৫ দিন মেয়াদ বাড়ানো হয়েছে। কোম্পানি ৩টির শেয়ারে বিনিয়োগকারীদের চাহিদা বেশি থাকায় অস্বাভাবিকভাবে দর বাড়তে থাকে। যাতে কমিশন লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল। দেখা গেছে, বিডি অটোকার্সের ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৩ টাকা। আর লিগ্যাসি ফুটওয়্যারের একই সময়ে ইপিএস হয়েছে ০.৩৮ টাকা ও মুন্নু স্টাফলার্সের ২.৩৮ টাকা। মুন্নু জুট স্টাফলার্স ॥ গত ৩ মাস আগে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯৩৪.৪০ টাকা। যে শেয়ারটি ১৬ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪৬৩৯.৪০ টাকায়। অর্থাৎ গত ৩ মাসে শেয়ারটির দর বেড়েছে ২৭০৫ টাকা বা ১৪০ শতাংশ। বিডি অটোকারস ॥ গত ৩ মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২১.৬০ টাকা ২৮১ শতাংশ। যে শেয়ারটি ১৬ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪৩৬ টাকায়। লিগ্যাসি ফুটওয়্যারের ॥ ৩ মাস আগে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৪.৬০ টাকা। যে শেয়ারটি ১৬ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৬২.৮০ টাকায়। অর্থাৎ গত ৩ মাসে শেয়ারটির দর বেড়েছে ১৯৮.২০ টাকা বা ৩০৭ শতাংশ।
×