ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৬:৪২, ৩ অক্টোবর ২০১৮

অ ন ্য র ক ম

হাতেই সিভি লিখে চাকরি আর্জেন্টিনার কর্ডোবা এলাকার এক ক্যাফেতে কাজ করতেন উগেনিয়া লোপেজ। সম্প্রতি কার্লোস ডুয়ার্ট নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। লোপেজের কাছে কাজ চান তিনি। সেই মুহূর্তে চাকরির কোন পদ ফাঁকা না থাকায় লোপেজ ওই যুবককে সিভি জমা দিয়ে যাওয়ার নির্দেশ দেন। তখনই ডুয়ার্ট জানায়, চাকরির সন্ধানে অনেক জায়গায় ঘুরেছেন। সিভিও জমা দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে তার কাছে সিভি প্রিন্ট করার মতো কোন অর্থ নেই। লোপেজ তখন ওই যুবককে হাতেই সিভি লিখে দেয়ার পরামর্শ দেন। তবে সেটি হাতে পাওয়ার পর চমকে ওঠেন লোপেজ। সিভিটি পুরো ঠিক নিয়মমাফিকই লেখা হয়েছে। এরপর সেটির ছবিই ফেসবুকে পোস্ট করেন লোপেজ। আর মুহূর্তে সেটি ভাইরাল হয়ে যায়। অনেকেই সেটি শেয়ারও করেন। কার্লোস ডুয়ার্ট নামে ওই যুবকে মুগ্ধ নেটদুনিয়া। - ডেইলি মেইল সপ্তাহে ছুটি তিনদিন নিউজিল্যান্ডের ‘পারপিচুয়াল গার্ডিয়ান’ নামে একটি বেসরকারী সংস্থা কর্মীদের কাজের দিন কমিয়ে দিয়েছে। কর্মীরা এখন সপ্তাহে তিনদিন ছুটি পাচ্ছেন আর বাকি চারদিন কাজ। কর্তৃপক্ষের দাবি, এর সুফলও তারা পাচ্ছেন। সপ্তাহে তিনদিন ছুটি পাওয়ার ফলে কর্মীদের উৎপাদনশীলতা কয়েকগুণ বেড়ে গেছে। সংস্থাটিতে কাজ করেন মোট ২৪০ জন। সম্পত্তির উইল, জমিজমা, ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের সম্পত্তির দেখভাল করাই তাদের কাজ। গত মার্চ ও এপ্রিলে পরীক্ষামূলকভাবে কর্মদিবস সপ্তাহে পাঁচ থেকে কমিয়ে চার দিন করা হয়।
×