ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেসিসের ২০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:২৩, ৩ অক্টোবর ২০১৮

বেসিসের ২০ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ বেসিসের ২০ বছরপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি তথ্যপ্রযুক্তিতে তাদের অবদান নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে। আগামী শনিবার থেকে সপ্তাহব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি সেমিনার। সেমিনারে অংশ নেবে দেশী-বিদেশী তথ্যপ্রযুক্তিবিদরা। তাদের তৈরি পণ্য সামগ্রী গ্রাহকদের সামনে তুলে ধরা হবে। সপ্তাহ জুড়ে থাকবে ই-কমার্স, সব স্তরের গ্রাহকদের জন্য বিশেষ ছাড় থাকবে। স্টুডেন্টস ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হবে ইয়ুথ ফেস্ট, উইমেন ফোরামের উদ্যোগে সেলিব্রেটিং উইমেন অ্যাট ওয়ার্ক, বেসিস সদস্যদের জন্যে সেবা সপ্তাহ, বেসিস সদস্যদের জন্যে নতুন সেবার উদ্বোধন, ২০ বছরে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রা নিয়ে সেমিনার। সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বেসিস কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বেসিসের (বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) ২০ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, বেসিসের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ তৌহিদ, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান ও বেসিস ইয়ুথ ফেস্টের আহ্বায়ক দেলোয়ার হোসেন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। হাবিবুল্লাহ এন করিম বলেন, ২০ বছর পূর্তি উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘বেসিসের ২০ বছরের দৃপ্ত পথচলার গল্প, অর্জন, তথ্যপ্রযুক্তি খাতে বেসিসের অবদান, আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে চলমান মেলবন্ধনের অগ্রযাত্রা এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নির্ধারিত ভবিষ্যত করণীয় আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরব। বেসিস সভাপতি বলেন, বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অংশীজন হিসেবে বেসিসের সব সহযোগী সরকারী, বেসরকারি ও দেশী-বিদেশী সংগঠন ২০ বছরপূর্তি উৎসবে অংশ নেবে।
×