ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোটা বাতিল নয়, ৫ দফার আলোকে সংস্কার দাবি

প্রকাশিত: ০৬:২২, ৩ অক্টোবর ২০১৮

কোটা বাতিল নয়, ৫ দফার আলোকে সংস্কার দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কোটা পর্যালোচনা কমিটি কর্তৃক সরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা সম্পূর্ণ বাতিলের সুপারিশকে বাদ দিয়ে নতুন করে পাঁচ দফার আলোকে কোটা সংস্কারের দাবি জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর ব্যানারে মানববন্ধন কোটা সংস্কার আন্দোলনকারীরা। মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম, আলোকচিত্রী শহিদুল আলম এবং কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলন থেকে আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদী, সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সামিনা লুৎফা, জবি ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন, কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, মশিউর রহমান, আতাউল্লাহ খান, বিন ইয়ামিন মোল্লাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্জালনা করেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।
×