ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে জোড়া খুন ॥ ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৬:২১, ৩ অক্টোবর ২০১৮

বাগেরহাটে জোড়া খুন ॥ ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতাসহ দুজন নিহত হওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লাইসেন্স করা অস্ত্রসহ মোট তিনটি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করা হয়। তবে থানায় এখনও কোন মামলা হয়নি। এ ঘটনার পর থেকে দৈবজ্ঞহাটি বাজার এলাকায় পরিস্থিতি থমথমে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দৈবজ্ঞহাটি বাজারে বিক্ষোভ মিছিল করেছে। ইউপি চেয়ারম্যান ফকির শহিদুল ও তার দোসরদের ফাঁসি চেয়ে স্লোগান দেয় মিছিলে অংশগ্রহণকারীরা। এদিকে দুই আওয়ামী লীগ নেতা নিহত হওয়ার ঘটনায় দলীয় নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গ্রেফতারকৃতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফকির শহিদুল ইসলাম, মোঃ আবুয়াল হোসেন ফকির, আবুল শেখ এবং জুলহাস ডাকুয়া। এদের মধ্যে মোঃ আবুয়াল হোসেন ফকির, আবুল শেখ দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি তৈরি রিভলবার, একটি বিদেশী শটগান, একটি দেশী ওয়ান শূটারগান, একটি কুড়াল এবং তিনটি গুলি। এরমধ্যে শটগানটি চেয়ারম্যান ফকির শহিদুল ইসলামের লাইসেন্স করা। অন্যদিকে, মঙ্গলবার দুপুরে নিহত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলী দিহিদারের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং দলীয় কর্মী শুকুর শেখের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। নিহত শুকুর শেখের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ ছাড়াও পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে ময়নাতদন্তকারী মেডিক্যাল বোর্ড। গুরুতর আহত বাবলু শেখ দৈবজ্ঞহাটি ইউনিয়ন তাঁতিলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও নিহত আনছার দিহিদারের স্ত্রী মঞ্জু বেগম (৪৫) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
×