ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের বই

ইতিহাস বিকৃতির অভিযোগ তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৬:০৩, ৩ অক্টোবর ২০১৮

ইতিহাস বিকৃতির অভিযোগ তদন্তে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তদন্তের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়। রিট আবেদনকারীর আইনজীবী এবিএম আলতাফ হোসেন বলেন, অর্থ সচিবকে একটি অনুসন্ধান কমিটি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের নাম থাকায় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থটি গত মাসে নতুন করে সম্পাদনার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ প্রদানের পাশাপাশি আদালত ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তভুক্ত না করে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং ইস্ট পাকিস্তানের গবর্নর মোনায়েম খানের ছবি অন্তর্ভুক্ত করে বাংলাদেশের ইতিহাস বিকৃত করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে তা জানতে চেয়ে রুলও জারি করেছে। আগমী চার সপ্তাহের মধ্যে অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, নির্বাহী ব্যবস্থাপক এবং প্রচার ও প্রকাশনা বিভাগের আবুল কালাম আজাদকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের ইতিহাস গ্রন্থে ইতিহাস বিকৃতির অভিযোগের বিষয়ে তদন্তের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে ‘আদালত রুল জারি করে এ ঘটনা তদন্তে অর্থ সচিবকে একটি অনুসন্ধান কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে এবং ৩০ দিনের মধ্যে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিলও করতে বলেছেন।
×