ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭১ টিভি কর্মকর্তার মৃত্যু ॥ দোষীদের শাস্তি দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:০১, ৩ অক্টোবর ২০১৮

৭১ টিভি কর্মকর্তার মৃত্যু ॥ দোষীদের শাস্তি দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ বাসের চাপায় একাত্তর টেলিভিশনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাংবাদিকরা। রাজধানীর কাওরানবাজারে মানববন্ধন কর্মসূচী থেকে এমন দাবি জানানো হয়। বুধবার বিকেল সোয়া চারটা থেকে সোয়া ৫টা পর্যন্ত কাওয়ানবাজারের তিতাস গ্যাস ভবনের পাশের সড়কের একপাশে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচী পালন করেন। কর্মসূচীর আয়োজন করে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন (ইমা)। তারপরও সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও কর্মচারীরা যোগদান করেন। ইমার সভাপতি আক্তার হোসেন বাবু বলেন, আনোয়ার হোসেনকে চাপা দেয়া ভিআইপি পরিবহনের বাসটির চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। সেই সঙ্গে সড়ক হতে হবে নিরাপদ। লাইসেন্স ছাড়া ড্রাইভার যেন রাস্তায় নামতে না পারে এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে খেয়াল রাখতে হবে। নিরাপদ সড়কের জন্য শুধু নীতিমালা করে লাভ হবে না, যথাযথ ব্যবস্থা নিতে হবে।
×