ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনের আগে সরকার ছক ধরে এগোচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৬:০০, ৩ অক্টোবর ২০১৮

আগামী নির্বাচনের আগে সরকার ছক ধরে এগোচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের জন্য পুলিশের কাছে আষাঢ়ে গল্পের ফরম্যাট সব সময় প্রস্তুত থাকে। একতরফা নির্বাচন করতেই সরকারের এই আষাঢ়ে গল্পের ফরম্যাটে পুলিশ দলের মহাসচিবসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পাইকারি হারে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের পরও সরকার তৃপ্ত হয়নি। এখন দলের জ্যেষ্ঠ নেতাদের তালিকা ধরে তাদের বিরুদ্ধে হাস্যকর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সরকার ছক ধরে এগোচ্ছে। ভোটারবিহীন সরকারের পুলিশ বাহিনী সরকারের গণবিরোধী নীতি জনগণের মধ্যে প্রয়োগ করতে হানাদার বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নিষ্ঠুর পীড়নের হাতিয়ার হিসেবে কাজ করছে। পতন নিশ্চিত জেনেও সরকার বারবার এ ধরনের বিপজ্জনক খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, গত রবিবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিশাল জনসভার পর থেকে সরকার ক্ষিপ্ত ও প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছে। সেদিন জনসভা শেষে চিলের মতো পুলিশ ছোঁ দিয়ে কর্মীদের টেনেছে এবং ভ্যানের মধ্যে তুলেছে। কোথাও কোন ইট-পাটকেল ছোড়া বা একটা ফুলের পাঁপড়ি নিক্ষেপ করেছেন এটার কেউ কোন প্রমাণ দেখাতে পারবে না।
×