ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আপনার প্রশ্নের উত্তর

প্রকাশিত: ০৭:৩৯, ২ অক্টোবর ২০১৮

আপনার প্রশ্নের উত্তর

প্র: আমি অবিবাহিতা। বয়স ২৫। আমার মাথার চুলগুলো পড়ে হাল্কা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে চিকিৎসা না নিলে, মনে হচ্ছে সম্পূর্ণ মাথা টাক হয়ে যাবে। তাই আপনার শরণাপন্ন হলাম। -এলিনা, রংপুর সদর, রংপুর উ: আপনার জন্য সুখবর হলো বর্তমানে অত্যাধুনিক কসমেটিক ‘পিআরপি’ থেরাপির মাধ্যমে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনার টাক মাথায় চুল গজানো সম্ভব। প্র: আমি বিবাহিত। বয়স ৪১। বর্তমানে আমার যৌন ক্ষমতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। লিঙ্গের উত্থান হচ্ছে না। দ্রুত বীর্য-স্থলন হয়ে যায়। এতে আমি বেশ বিব্রত আমাকে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব? -সেলিম, বারিধারা, ঢাকা উ: আপনি সম্ভবত পুরুষত্বহীনতায় ভুগছেন। আপনার রক্তের সেক্স-হরমোন এনালাইসিস করে আপনাকে সুস্থ করা সম্ভব। এতে নেই কোন পার্শ্বপ্রতিক্রিয়া। দেরি না করে একজন অভিজ্ঞ যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। প্র: আমি অবিবাহিতা। বয়স ১৮। আমার মুখে, বুকে ও পিঠে অনেক বড় বড় ব্রণ হয়েছে। অনেক ওষুধ খেয়েছি। কিন্তু সারছে না এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে যাচ্ছে। প্লিজ, আমাকে একটি সুপরামর্শ দেবেন। -আলপনা, আজিমপুর, ঢাকা উ: আপনার সম্ভবত হরমোনের অস্বাভাবিকতা আছে নতুবা এ্যান্টিবায়োটিক কার্যকর হচ্ছে না। এসব ক্ষেত্রে আধুনিক বৈজ্ঞানিক কসমেটিক সার্জারি ‘রেডিও সার্জারি’ প্রায় শতভাগ সফল। এতে নেই কোন পার্শ্বপ্রতিক্রিয়া। প্র: আমি বিবাহিত। বয়স ৪০। দীর্ঘদিন অসম্ভব চুলকানিসহ আমার দু’ হাঁটুতে একজিমা আছে। অনেক মলম লাগিয়েছি। সম্পূর্ণ ভাল হচ্ছে না। তাই আপনার শরণাপন্ন হলাম। -রফিক আহমেদ, কান্দিরপাড়, কুমিল্লা উ: অত্যাধুনিক ইন্ট্রালেশনাল ইনজেকশনের মাধ্যমে আপনার হাঁটুর একজিমা নির্মূল করা সম্ভব। এতে নেই কোন পার্শ্বপ্রতিক্রিয়া। দেরি না করে একজন অভিজ্ঞ ত্বক-বিশেষজ্ঞের পরামর্শ নিন। ডাঃ একেএম মাহমুদুল হক খায়ের ত্বক, যৌন, সেক্স ও এ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন। সিনিয়র কনসালট্যান্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা ফোন : ০১৭১৯২১৯৪২৯
×